উডের ডেসপ্যাচ কী? একে ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ‘ম্যাগনাকার্টা’ বলা হয় কেন?

উডের ডেসপ্যাচ কী? একে ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের 'ম্যাগনাকার্টা' বলা হয় কেন
উডের ডেসপ্যাচ কী? একে ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ‘ম্যাগনাকার্টা’ বলা হয় কেন?
বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য ১৮৫৪ খ্রিস্টাব্দের ১৯ জুলাই একটি নির্দেশনামা প্রকাশ করেন, যা চার্লস উডের প্রতিবেদন নামে খ্যাত।

উডের ডেসপ্যাচকে ‘মহাসনদ’ বলার কারণ

উডের রিপোর্টের আগে পর্যন্ত ভারতে পাশ্চাত্য শিক্ষার গতি ছিল অত্যন্ত ধীর। এই প্রতিবেদন প্রকাশিত হলে সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু স্কুল, কলেজ প্রতিষ্ঠিত হয়।

কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ভারতীয় শিক্ষার ইতিহাসে এটি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। তাই ইংল্যান্ডের ম্যাগনাকার্টা বা মহাসনদের অনুকরণে উডের ডেসপ্যাচকে ‘মহাসনদ’ বা ‘ম্যাগনাকার্টা’ বলা হয়।

Leave a Comment