ইনসুলিন কিভাবে রক্ত শর্করার মাত্রা ঠিক রাখে?
নিম্নলিখিত উপায়ে ইনসুলিন রক্তশর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে
(i) কোশ পর্দার ভেদ্যতা গ্লুকোজের প্রতি বাড়িয়ে দিয়ে রক্ত থেকে অতিরিক্ত শর্করা সরিয়ে দেয়। (ii) গ্লাইকোজেনেসিস লাইপোজেনেসিস ও শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজের জারণ প্রভৃতি উপায়ে কোশে গ্লুকোজের ব্যবহার বাড়ায়। (iii) যকৃতে গ্লাইকোজেনোলাইসিস ও নিওগ্লুকোজেনেসিসে বাধা দিয়ে রক্তে অতিরিক্ত শর্করা বৃদ্ধি প্রতিরোধ করে।