ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো

ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো
ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।

ইতর পরাগযোগের সুবিধা (Advantages of Cross pollination)

(i) ইতর পরাগযোগের ফলে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদের উদ্ভব হয়।

(ii) অপত্য উদ্ভিদগুলি শক্ত ও সবল হয়, ফলে সহজেই প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।

(iii) নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটার ফলে উন্নততর প্রজাতির আবির্ভাব ঘটতে পারে।

(iv) ইতর পরাগযোগের ফলে উন্নত জাতের ফল ও বীজের উদ্ভব ঘটে। বীজের অঙ্কুরোদ্গমের হার বেশি।

(v) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

(vi) ফলন বৃদ্ধি পায়।

ইতর পরাগযোগের অসুবিধা (Disadvantages of Cross pollination)

(i) ইতর পরাগযোগের জন্য বাহকের প্রয়োজন হয় বলে এই পরাগযোগ অনেক সময়ই অনিশ্চিত হয়ে পড়ে।

(ii) অধিক সংখ্যক পরাগরেণুর অপচয় ঘটে।

(iii) প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়।

(iv) ক্ষতিকর কোনো বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটতে পারে।

(v) এটি অর্থনৈতিক দিক থেকে গুরুত্বহীন কারণ উন্নত বৈশিষ্ট্যগুলি ধারাবাহিকভাবে বজায় রাখা যায় না।

Leave a Comment