ইটালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা আলোচনা করো – আজকের পর্বে ইটালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা আলোচনা করা হল।
ইটালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা
ইটালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা আলোচনা করো। |
ভূমিকা
ইতালির মুক্তি আন্দোলনের প্রাণ পুরুষ আদর্শবাদী ও জাতীয়তাবাদী নেতা ছিলেন ম্যাৎসিনি (Mazzini) তিনি ইটালিবাসীকে জাতীয়তবাদের মন্ত্রে দীক্ষিত করেছিলেন। শৈশব থেকেই তিনি ইটালির মুক্তি আন্দোলনে ছিলেন নিবেদিত প্রাণ এবং পরবর্তী সময়ে নিজের জীবন উৎসর্গ করেন ইটালির মুক্তির জন্য।
ম্যাৎসিনির আদর্শ
সুবক্তা, চিন্তাবিদ, লেখক ছাত্র অবস্থা থেকেই গ্যেটে, বাইবন, দান্তে, সেক্সপিয়র, মিলার স্কট হুগো প্রভৃতি রোমান্টিক লেখকদের গুণমুগ্ধ রোমান্টিক ভাবাদর্শ দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং ইটালির গৌরব উজ্জ্বল অতীতকে খুঁজে বেড়িয়েছেন। সাধারণ মানুষের মুক্তিই ছিল তার কাম্য। ইয়ং ইটালিতে দলের প্রতিষ্ঠা- তিনি কার্বোনারি দলে যোগদান করে করে নির্বাসিত থাকার সময় ১৮৩১ খ্রিস্টাব্দে মার্সাই শহরে ইয়ং ইটালি নামে একটি যুব সংগঠনের প্রতিষ্ঠা করেন। ইটালির যুবশক্তির উন্মেষ, গণ জাগরণ, পরাধীনতা থেকে মুক্তি, জাতীয় ঐক্য ও ব্যক্তি স্বাধীনতার জন্য তিনি ওই দল গঠন করেন। দু বছরের মধ্যে ইয়ং ইটালির সদস্য সংখ্যা দাড়ায় ৬০,০০০।
যুবশক্তির ওপর আস্থা
ইটালির যুবশক্তির ওপর ছিল তার অগাধ আস্থা ও বিশ্বাস। তিনি মনে করতেন ইতালির যুবকরাই পারে ইটালির ঐক্য আনতে এবং সে জন্য রক্ত ঝরাতে হবে। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার ইটালীয় যুবক অস্ট্রিয়াকে বিতাড়িত করার জন্য এবং মাতৃভূমিক শৃঙ্খল মোচনে এগিয়ে আসেন। দেশপ্রেমকে তিনি ধর্মের পর্যায়ে নিয়ে আসেন প্রজাতান্ত্রিক আদর্শ ম্যাৎসিনি গভীর ভাবে প্রজাতান্ত্রিক আদর্শে বিশ্বাস করতেন। তাঁর পরিকল্পনা ছিল ভবিষ্যতের ইটালি হবে একটি প্রজাতান্ত্রিক দেশ।
প্রজাতন্ত্র স্থাপন
ফেব্রুয়ারি বিপ্লবের সময় কিছু দিনের জন্য ম্যাৎসিনি ইয়ং ইটালি দল নিয়ে কিছু সময়ের জন্য রোম ও টাসকানিতে প্রজাতন্ত্র স্থাপন করেন। যদিও অস্ট্রিয়া ও ফ্রান্সের তীব্র দমননীতির ফলে সেই প্রজাতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয় ম্যাৎসিনি ইংল্যান্ডে পলায়ন করেন।
উপসংহার
ম্যাৎসিনি শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ প্রজাকেন্দ্রিক ইতালি দেখে যেতে পারেননি। কিন্তু ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করে গিয়েছিলেন। তাঁর ভাবশিষ্য গ্যারিবল্ডি ও ক্যাভুর যা সম্পূর্ণ করতে সমর্থ হয়।