ইটালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির অবদান লেখো। |
ভূমিকা
ইটালিতে যে জাতীয়তাবাদী ভাবধারার জন্ম হয়েছিল, তার অন্যতম প্রাণপুরুষ ছিলেন জোসেফ ম্যাৎসিনি (1805-72 খ্রিস্টাব্দ)। প্রথম দিকে তিনি ‘কার্বোনারি’ দলের সদস্য ছিলেন। পরে 1831 খ্রিস্টাব্দে ইটালিবাসীর মধ্যে জাতীয়তাবাদ বিকাশের উদ্দেশ্যে তিনি ইয়ং ইটালি নামক একটি দল গঠন করেন। তিনি মনে করতেন, ইটালির যুবশক্তিকে জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত করতে পারলেই ইটালি ঐক্যবদ্ধ হয়ে যাবে।
ম্যাৎসিনির আদর্শ
① ম্যাৎসিনি দেশীয় শক্তির ওপর নির্ভর করে ইটালিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। ② ইটালির যুবসম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার জন্য তিনি ইটালির প্রাচীন গৌরব কাহিনি প্রচার ও দেশপ্রেম বৃদ্ধির চেষ্টা করেন। ③ ঐক্যবদ্ধ ইটালির জন্য তিনি অস্ট্রিয়ার উচ্ছেদও অপরিহার্য বলে মনে করতেন। তিনি প্রজাতন্ত্রের আদর্শে বিশ্বাসী ছিলেন।
ম্যাৎসিনির কার্যকলাপ
ম্যাৎসিনি ইটালির ঐক্যের জন্য পূর্নর্জাগরণ বা রিসর্জিমেন্টোর প্রয়োজন বলে মনে করতেন। তিনি এই কারণে ইয়ং ইটালি নামক একটি দল গঠন করেন। ম্যাৎসিনি বলতেন, শহিদের রক্ত ঝরলেই আদর্শের বীজ দ্রুত বৃদ্ধি পায়। দু-বছরের মধ্যে ইয়ং ইটালির সদস্য সংখ্যা দাঁড়ায় 60,000। 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের খবর ইটালিতে এসে পৌঁছোলে জনগণ উদ্দীপিত হয়ে ওঠে। এই সময় ভেনিসে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পিডমন্ট-সার্ডিনিয়ার রাজা অস্ট্রিয়ার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। ম্যাৎসিনির নেতৃত্বে রোম ও টাস্কানিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
কিন্তু এই সাফল্য স্থায়ী হয়নি। কারণ, অস্ট্রিয়া ও ফ্রান্সের যুগ্মবাহিনী এই সংস্কারবাদী গণ আন্দোলনকে স্তব্ধ করে দেয়।
ম্যাৎসিনির অবদান
① ম্যাৎসিনির কার্যকলাপের ফলে ইটালিবাসীর মনে জাতীয়তাবাদী ভাবধারা বিকশিত হয়।
② ম্যাৎসিনি অস্ট্রিয়ার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে এবং তার জন্য মানসিক প্রস্তুতিতে সহায়তা করেছিলেন।
③ ইটালির ঐক্য আন্দোলনে তিনি নতুন পথের সন্ধান দিয়েছিলেন।
④ ঐতিহাসিক গ্রেনভিল তাঁকে ইটালির ঐক্য আন্দোলনের ‘বৌদ্ধিক অগ্রদূত’ বলে উল্লেখ করেছেন।
⑤ ম্যাৎসিনি ব্যর্থ হলেও তার দেখানো পথ দিয়েই ইটালিবাসী তাদের ভবিষ্যৎ দিশা খুঁজে পেয়েছিল।