ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির ভূমিকা
ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির ভূমিকা অলোচনা করো। |
ভূমিকা
গ্যারিবল্ডির প্রথম জীবন
গ্যারিবল্ডির আদর্শ
গ্যারিবল্ডি ছিলেন বাস্তববাদী, আদর্শযুক্ত, কারণ-
আপস বিরোধী: কোনোরকম রাজনৈতিক আপস মীমাংসার পরিবর্তে যুদ্ধ বা অস্ত্রেই তাঁর একমাত্র বিশ্বাস ছিল।
দেশপ্রেম : সাধু-সন্তরা যেমন ভগবানকে ভালোবাসেন, গভীর দেশপ্রেমযুক্ত গ্যারিবল্ডিও তেমনভাবে স্বদেশকে ভালোবাসতেন।
রোম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা: ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে ১৮৪৮ খ্রিস্টাব্দে যখন ইটালিতে বিপ্লব শুরু হয় তখন দক্ষিণ আমেরিকা থেকে ফিরে এসে ইতালির মুক্তিযুদ্ধের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। এরপর গ্যারিবল্ডি রোমে এসে ম্যাৎসিনির সঙ্গে মিলিত হয়ে রোমে প্রজাতন্ত্র রক্ষার জন্য অস্ত্র ধরেন। নেপোলিয়নের নির্দেশে ফরাসি সেনা রোম আক্রমণ করলে গ্যারিবল্ডি প্রায় পাঁচ হাজার প্রজাতান্ত্রিক সেনাকে রোমের বাইরে নিয়ে আসেন। যদিও শেষ পর্যন্ত এই প্রজাতন্ত্রকে তিনি রক্ষা করতে পারেনি।
গ্যারিবল্ডির সশস্ত্র সংগ্রাম
এতৎসত্ত্বেও বলা যায় গ্যারিবল্ডির দেশপ্রেম ও আত্মোৎসর্গের কাহিনি ইটালীয়দের নিকট তাঁকে এক প্রবাদ-পুরুষে পরিণত করে। স্বদেশের স্বাধীনতা অপেক্ষা নিজ স্বার্থকে তিনি গৌণ বলে মনে করতেন, তাঁর কর্মের ও ত্যাগের জন্য কোনো ব্যক্তিগত পুরস্কারের আশা তিনি করতেন না। তাই গ্যারিবল্ডি ইটালির মুক্তি আন্দোলনের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।