ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির ভূমিকা অলোচনা করো

ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির ভূমিকা অলোচনা করো – আজকের পর্বে ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির ভূমিকা অলোচনা করা হল।

    ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির ভূমিকা

    ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির ভূমিকা অলোচনা করো
    ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির ভূমিকা অলোচনা করো।

    ভূমিকা

    ইটালির ঐক্যসাধনের মধ্যে বিভিন্ন পথ ও পন্থার সমাবেশ ঘটেছিল। ম্যাৎসিনির বিশ্বস্ত সহকর্মী গ্যারিবল্ডি (১৮০৭-১৮৮২ খ্রি.) দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগ-এর নজির স্থাপন করেন।

    গ্যারিবল্ডির প্রথম জীবন

    ম্যাৎসিনির কাছে স্বাধীনতা মন্ত্রে দীক্ষিত হয়ে গ্যারিবন্ডি ১৮৩৬ খ্রিস্টাব্দে ইটালির মুক্তি আন্দোলনে যোগ দেন এবং ইয়ং ইটালি দলের আন্দোলন ব্যর্থ হলে ১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ-আমেরিকায় নির্বাসিত হন। ১৮৬০ খ্রিস্টাব্দে স্বদেশে ফিরে এসে তিনি নেপলস ও সিসিলির গণ-অভ্যুত্থানে যোগদান করেন।

    গ্যারিবল্ডির আদর্শ

    গ্যারিবল্ডি ছিলেন বাস্তববাদী, আদর্শযুক্ত, কারণ-

    আপস বিরোধী: কোনোরকম রাজনৈতিক আপস মীমাংসার পরিবর্তে যুদ্ধ বা অস্ত্রেই তাঁর একমাত্র বিশ্বাস ছিল।

    দেশপ্রেম : সাধু-সন্তরা যেমন ভগবানকে ভালোবাসেন, গভীর দেশপ্রেমযুক্ত গ্যারিবল্ডিও তেমনভাবে স্বদেশকে ভালোবাসতেন।

    রোম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা: ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে ১৮৪৮ খ্রিস্টাব্দে যখন ইটালিতে বিপ্লব শুরু হয় তখন দক্ষিণ আমেরিকা থেকে ফিরে এসে ইতালির মুক্তিযুদ্ধের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। এরপর গ্যারিবল্ডি রোমে এসে ম্যাৎসিনির সঙ্গে মিলিত হয়ে রোমে প্রজাতন্ত্র রক্ষার জন্য অস্ত্র ধরেন। নেপোলিয়নের নির্দেশে ফরাসি সেনা রোম আক্রমণ করলে গ্যারিবল্ডি প্রায় পাঁচ হাজার প্রজাতান্ত্রিক সেনাকে রোমের বাইরে নিয়ে আসেন। যদিও শেষ পর্যন্ত এই প্রজাতন্ত্রকে তিনি রক্ষা করতে পারেনি।

    গ্যারিবল্ডির সশস্ত্র সংগ্রাম

    গ্যারিবল্ডির নেতৃত্বে নেপলস ও সিসিলিতে ইটালির ঐক্য আন্দোলন শুরু হয়েছিল। এই দুই রাজ্যে ফ্রান্সে বুরবোঁ বংশীয় রাজা ফার্দিনান্ড-এর শাসন ছিল। তাই ইটালি থেকে বিদেশি শাসন অবসানের জন্য ‘লালকোর্তা’ বাহিনীর সাহায্যে গ্যারিবল্ডি সহজেই নেপলস ও সিসিলি দখল করে নেন এবং এর ফলে দক্ষিণ-ইটালি বিদেশি শাসন মুক্ত হয়। গ্যারিবল্ডি দক্ষিণ-ইটালিতে প্রজাতন্ত্র স্থাপনের কথা ঘোষণা করলেও শেষ পর্যন্ত ইটালির ঐক্যের স্বার্থে নেপলস ও সিসিলি রাজ্য পিডমন্টের রাজা ভিক্টর ইমান্যুয়েলের হাতে তুলে দেন দিয়ে ক্যাপ্রেরা দ্বীপে, তাঁর খামার বাড়িতে বাকি জীবন দারিদ্র্যের মধ্যে অতিবাহিত করেন।

    এতৎসত্ত্বেও বলা যায় গ্যারিবল্ডির দেশপ্রেম ও আত্মোৎসর্গের কাহিনি ইটালীয়দের নিকট তাঁকে এক প্রবাদ-পুরুষে পরিণত করে। স্বদেশের স্বাধীনতা অপেক্ষা নিজ স্বার্থকে তিনি গৌণ বলে মনে করতেন, তাঁর কর্মের ও ত্যাগের জন্য কোনো ব্যক্তিগত পুরস্কারের আশা তিনি করতেন না। তাই গ্যারিবল্ডি ইটালির মুক্তি আন্দোলনের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

    Leave a Comment