ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির অবদান লেখো

ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির অবদান লেখো – আজকের পর্বে ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির অবদান আলোচনা করা হল।

    ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির অবদান লেখো

    ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির অবদান লেখো
    ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির অবদান লেখো।

    ভূমিকা

    ইটালির অন্যতম জাতীয়তাবাদী নেতা ছিলেন গ্যারিবল্ডি (1807-1832 খ্রিস্টাব্দ)। গ্যারিবল্ডির কর্মজীবন একজন নাবিক হিসেবে শুরু হয়েছিল। তিনি ইয়ং ইটালি দলের সদস্য ছিলেন। ম্যাৎসিনির নেতৃত্বে আন্দোলনে অংশগ্রহণ করে তিনি প্রাণদণ্ডে দণ্ডিত হন। তখন তিনি দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যেতে বাধ্য হন। দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন সময়ে তিনি প্রজাতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। গ্যারিবন্ডি গেরিলা যুদ্ধ পদ্ধতি সম্পর্কে জানতেন এবং ‘লাল কোর্তা’ বলে একটি বাহিনীও তৈরি করেছিলেন।

    গ্যারিবল্ডির আদর্শ

    গ্যারিবল্ডির প্রধান আদর্শ ছিল ঐক্যবদ্ধ ইটালি গঠন। এই কাজে তিনি নিঃস্বার্থ ও ত্যাগ স্বীকারে মহান আদর্শের পরিচয় দিয়েছিলেন।

    গ্যারিবল্ডির কার্যকলাপ

    1860 খ্রিস্টাব্দে প্রতিক্রিয়াশীল শাসনের বিরুদ্ধে নেপলস ও সিসিলিতে বিদ্রোহ শুরু হয়। এই সময় তিনি বিদ্রোহীদের আহ্বানে সাড়া দেন ও লাল কোর্তা বাহিনী নিয়ে সেখানে পৌঁছান। এরপর ওই জায়গা দুটি তিনি তাঁর দখলে আনার পর পোপের রাজ্য জয়ের পরিকল্পনা করেন। এই অবস্থায় ক্যাভুর চিন্তিত হয়ে পড়েন। কারণ, পোপের রাজ্য আক্রান্ত হলে ক্যাথোলিকরা প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই সময় ক্যাভুর পোপের রাজ্য বাদে সমগ্র ইটালি জয় করে নেপলস ও সিসিলির আনুগত্য দাবি করেন। গৃহযুদ্ধ এড়ানোর জন্য গ্যারিবল্ডি নেপলস ও সিসিলি রাজ্য দুটি ভিক্টর ইম্যানুয়েলের (পিডমন্ট-সার্ডিনিয়ার রাজা) হাতে তুলে দেন। ইটালি ঐক্যবদ্ধ হয়। ইটালিতে জাতি-রাষ্ট্র গঠিত হয়।

    মূল্যায়ন

    গ্যারিবল্ডির নিঃস্বার্থ আত্মত্যাগে ইটালির ঐক্য আন্দোলন সম্পন্ন হয়েছিল। তাঁর আদর্শ ও কর্মপন্থা ইটালির ইতিহাসে দিকচিহ্ন স্বরূপ।

    Leave a Comment