ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা আলোচনা করো

ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা আলোচনা করো – আজকের পর্বে ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা আলোচনা করা হল।

    ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা

    ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা আলোচনা করো
    ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা আলোচনা করো।

    সূচনা

    আধুনিক ইটালির নির্মাতা, বাস্তববাদী, চতুর, সুযোগসন্ধানী কাউন্ট ক্যামিলো বেনসে ডি ক্যাভুর ইটালির ঐক্য আন্দোলনে অসাধারণ কৃতিত্বের অধিকারী। বিদেশি শক্তির সাহায্যে দেশমাতৃকার শৃঙ্খল মোচন করতে একটুও দ্বিধান্বিত হননি।

    অভ্যন্তরীণ ও সামরিক সংস্কার

    ইটালিকে ঐক্যবদ্ধ করতে হলে অস্ট্রিয়াকে বিতাড়িত করতে হবে। এজন্য তিনি ইটালির আঞ্চলিক শাসকদের অস্ট্রিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে তিনি মনে করতেন ইটালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব দিতে হবে পিডমন্টকেই

    ক্রিমিয়ার যুদ্ধ ও ক্যাভুর

    ইটালির সমস্যাকে তাই তিনি আধুনিক ও শক্তিশালী করার জন্য চেষ্টা করেন। আন্তর্জাতিক সমস্যা হিসেবে রূপদানের জন্য একপ্রকার অনাহৃত ভাবেই ক্রিমিয়ার যুদ্ধে ইঙ্গ-ফরাসি পক্ষে যোগদান করে। তিনি পিডমন্টের বাহিনীকে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে নিয়োজিত করেন। ক্রিমিয়ার যুদ্ধের পর ১৮৫৫ খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি বৈঠকে ইটালির সমস্যা আন্তর্জাতিক সমস্যা হিসেবে আলোচিত হয়।

    প্লমবিয়ার্সের চুক্তি

    ক্রিয়ার যুদ্ধের পর ইটালির মুক্তিযুদ্ধে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সহযোগিতা লাভের জন্য ক্যাভুর চেষ্টা করেন। ১৮৫৯ খ্রি: ক্যাভুর ও ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের মধ্যে প্লমবিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে ঠিক হয় পিডমন্ট-সার্ডিনিয়া যদি অস্ট্রিয়ার দ্বারা আক্রান্ত হয় তাহলে ফ্রান্স তার সাহায্যে এগিয়ে আসবে পরিবর্তে ফ্রান্স পাবে স্যাভয় ও নিস। অন্যদিকে পিডমন্ট-সার্ডিনিয়া, লোম্বার্ডি, ভেনেসিয়া, মোডেনা ও পোপের রাজ্যের কিছুটা নিয়ে উত্তর ইটালি রাষ্ট্রগঠিত হবে।

    ম্যাজেন্টা ও মলফেরিনোর যুদ্ধ

    এরপর ক্যাভুর অস্ট্রিয়াকে উত্তেজিত করবার জন্য সীমান্তে ব্যাপক সম সজ্জা শুরু করলে অস্ট্রিয়া পিডমন্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় ম্যাজেন্টা ও সালফেরিনোর যুদ্ধ। এই যুদ্ধে পিডমন্ট ও ফরাসি যুগ্মবাহিনীর কাছে অস্ট্রিয়া শোচনীয় ভাবে পরাজিত হয়, সমগ্র ইটালিতে প্রবল আলোড়ন দেখা দেয়।

    ভিল্লাফ্রাঙ্কার চুক্তি

    হঠাৎ ফ্রান্স যুদ্ধ থেকে সরে এসে অস্ট্রিয়ার সঙ্গে ১৮৫৯ খ্রি: ভিল্লাফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষর করলে ইটালির ঐক্য আন্দোলন কিছুটা ব্যাহত হয়। অন্যদিকে পিডমন্ট-সার্ডিনিয়ার সঙ্গে লোম্বার্ডি ও মিলান যুক্ত হলেও ভেনেসিয়া থেকে যায় অস্ট্রিয়ার অধীন।

    উত্তর ইটালির ঐক্য সাধন

    ক্যাভুরের বিচক্ষণতায় অস্ট্রিয়া পরাজিত হলে ইটালিবাসীর মধ্যে বিপুল উত্তেজনার সৃষ্টি হয়। পার্সা, মোডেনা, টাস্কনি প্রভৃতি মধ্য ইটালির রাজ্যগুলি পিডমন্ট ও সার্ডেনিয়ার সঙ্গে যুক্ত হবার আকাঙ্ক্ষা ব্যক্ত করলে মধ্য ইটালির রাজ্যগুলি পিডমন্ট-সার্ডিনিয়ার সঙ্গে যুদ্ধ হয়।

    অন্যদিকে রোম বাদ দিয়ে পোপের রাজ্য অ্যাসব্রিয়া ও মার্চেস ক্যাভুর জয় করলে উত্তর ও মধ্য ইটালির ঐক্য সম্পন্ন হয়। পরবর্তী সময়ে দক্ষিণ ইটালি ঐক্য সম্পন্ন করতেও ক্যাভুর উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

    Leave a Comment