আয় আরো বেঁধে বেঁধে থাকি।’- কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন? ‘বেঁধে বেঁধে’ থাকা, বলতে কী বোঝায়? কবি কেন ‘বেঁধে বেঁধে’ থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন? |
উদ্দিষ্ট
শঙ্খ ঘোষের লেখা ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশে কবি বিপন্ন পৃথিবীর সংকটের মুখোমুখি দাঁড়িয়ে থাকা মানুষ, তথা ভারতবাসীকে বুঝিয়েছেন।
বেঁধে বেঁধে থাকার অর্থ
‘বেঁধে বেঁধে’ থাকার অর্থ একত্রিত হয়ে থাকা বা সংঘবদ্ধ হয়ে থাকা, নিবিড়ভাবে একাত্ম হয়ে থাকা।
কারণ
সমগ্র পৃথিবী তথা ভারতবর্ষের সংকটে কবির বিবেক জাগ্রত হয়। কবি মনে করেন এই হানাহানি আর লালসা পৃথিবীকে গ্রাস করে ক্রমে পৃথিবীর মৃত্যু ডেকে আনে। মানুষের মানবতা অপমানিত হয়। ইতিহাস আর ঐতিহ্য ভুলে সমগ্র জাতি অন্ধকারে ডুবে যায়। দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশুরাও মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়। তাই কবি প্রত্যাশা করেছেন যে একদিন সমগ্র মানবজাতি মানবতার বন্ধনে একত্রিত হবে। যদি সকল মানুষ সৌহার্দ্য এবং প্রীতির বন্ধনে একত্রিত হয়, তবেই সময়ের এই কালরাত্রির অবসান ঘটবে।