আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি কী কী

আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য

আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি কী কী
আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি কী কী?

আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি হল-

① আকৃতি:
আগ্নেয় পর্বতের আকৃতি কিছুটা ত্রিভুজ বা শঙ্কুর মতো হয়।

② জ্বালামুখের উপস্থিতি: আগ্নেয় পর্বতের চূড়ায় যে মুখ থাকে সেখান থেকে অগ্ন্যুৎপাত হয়, তাকে জ্বালামুখ বলা হয়।

③ একাধিক জ্বালামুখ: বড়ো বড়ো আগ্নেয়গিরির একাধিক জ্বালামুখ থাকতে পারে।

④ ম্যাগমা গহবরের সঙ্গে সংযোগ: আগ্নেয় পর্বতের জ্বালামুখ একটি নলাকৃতি পথের মাধ্যমে ভূগর্ভের ম্যাগমা গহবরের সঙ্গে যুক্ত থাকে।

⑤ ঢাল: আগ্নেয় পর্বতের চারপাশে যথেষ্ট খাড়া ঢাল থাকে।

⑥ উচ্চতা: আগ্নেয় পর্বতের উচ্চতা মাঝারি ধরনের হয়।

আরও পড়ুন – শৈশবের স্মৃতি রচনা

Leave a Comment