আগ্নেয় পর্বতের পাশ্ববর্তী অঞ্চলে ভূমিকম্প বেশি হয় কেন
আগ্নেয় পার্বতের পাশ্ববর্তী অঞ্চলে ভূমিকম্প বেশি হওয়ার কারণ-
① ধ্বংসাত্মক বা অভিসারী পাতসীমান্ত বরাবর আগ্নেয় পর্বত গঠিত হলে দুটি পাতের সংঘর্ষের কারণে সেটি ভূমিকম্পপ্রবণ হয়ে ওঠে।
② গঠনাত্মক বা প্রতিসারী পাতসীমান্তে আগ্নেয় পর্বত গঠিত হলে অ্যাসথেনোস্ফিয়ার থেকে যে তরল ম্যাগমা উঠে আসে তার চাপে ভূমিকম্প হতে পারে।
③ উত্তাপ কেন্দ্রে আগ্নেয় পর্বত গঠিত হলে ভূ-অভ্যন্তরের ম্যাগমা, গ্যাস প্রভৃতি ভূপৃষ্ঠে ঊর্ধ্বমুখী চাপ দেয় এবং ভূমিভাগের কম্পন ঘটে।
আরও পড়ুন – শৈশবের স্মৃতি রচনা