অযৌন জননের তাৎপর্য লেখো বা অযৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি লেখো |
অযৌন জননের সুবিধা (Advantages of Asexual Reproduction)
(i) এই প্রকার জননে একটি জনিতৃ জীব থেকে বংশবিস্তার সম্ভব। সুতরাং, যৌনমিলনের প্রয়োজন হয় না।
(ii) এটি খুব সরল পদ্ধতি যা কেবল অ্যামাইটোসিস ও মাইটোসিস কোশ বিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়।
(iii) এই প্রকার জননে দ্রুত বংশবিস্তার ঘটে।
(iv) একটিমাত্র জনিতৃ জীব থেকে অসংখ্য অপত্য জীব সৃষ্টি হয়।
(v) অপত্য জীব জিনগতভাবে (genetically) মাতৃজীবের সদৃশ হয়।
অযৌন জননের অসুবিধা (Disadvantages of Asexual Reproduction)
(i) পৃথক প্রকৃতির জিনের মিলন না হওয়ায় প্রজাতির মধ্যে কোনো
ভেদ (variation) পরিলক্ষিত হয় না।
(ii) প্রজাতিগত ভেদ না থাকায় এদের বিবর্তন ঘটে না।
(iii) খুব দ্রুত বিভাজন ঘটায় জীবের সংখ্যা অতিরিক্ত হারে বেড়ে গিয়ে ঘনসন্নিবিষ্ট (over crowding) হয়। ফলে খাদ্য ও বাসস্থানের সংকুলান হয় না।
(iv) অযৌন জনন প্রক্রিয়ায় উৎপন্ন জীব পরিবেশে খাপ খাওয়াতে অক্ষম হয়।