অধিশ্রেণি ন্যাথোস্টোমাটা-র মুখ্য শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি ও শ্রেণি বিভাগগুলি লেখো

অধিশ্রেণি ন্যাথোস্টোমাটা-র মুখ্য শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি ও শ্রেণি বিভাগগুলি লেখো
অধিশ্রেণি ন্যাথোস্টোমাটা-র মুখ্য শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি ও শ্রেণি বিভাগগুলি লেখো।

অধিশ্রেণি ন্যাথোস্টোমাটা (gnathos = চোয়াল)-র মুখ্য শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ

(i) চোয়াল: মুখে চোয়াল উপস্থিত তাই এদের এরূপ নামকরণ করা হয়।

(ii) বহিঃনাসারন্ধ্র: দুটি বহিঃনাসারন্ধ্র বর্তমান।

(iii) অন্তঃকর্ণ : অন্তঃকর্ণে তিনটি অর্ধবৃত্তাকার নালি উপস্থিত।

অধিশ্রেণি ন্যাথোস্টোমাটা 6টি শ্রেণিতে বিভক্ত। যথা- (a) কনড্রিক্সিস (b) অসটিক্সিস, (c) অ্যাম্ফিবিয়া, (d) রেপ্টিলিয়া, (e) অ্যাভিষ (f) ম্যামালিয়া।

Leave a Comment