অঙ্গজ জনন বা অঙ্গজ বংশবিস্তার কাকে বলে? প্রধান তিন প্রকার প্রাকৃতিক অঙ্গজ জনন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। |
অঙ্গজ বংশবিস্তার (Vegetative propagation)
যে জনন প্রক্রিয়ায় জীবদেহের কোনো অঙ্গ বা অঙ্গাংশ জনিতৃ জীবদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব সৃষ্টি করে তাকে অঙ্গজ বংশবিস্তার বলে।
এই ধরনের বংশবিস্তার প্রধানত উদ্ভিদদেহে সম্পন্ন হয়।
প্রাকৃতিক অঙ্গজ জনন
মূল, কাণ্ড ও পাতার সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জনন সম্পন্ন হয়। যেমন-
মূল (Root): কয়েকটি উদ্ভিদ মূলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে। রাঙা আলু বা লাল আলুর রসালো মূল (fleshy root) থেকে অস্থানিক মুকুল সৃষ্টি হয় যা থেকে অঙ্গজ জনন পদ্ধতিতে নতুন উদ্ভিদ জন্মায়।
কাণ্ড (Stem): আলু, আদা, ওল প্রভৃতির ভূনিম্নস্থ কান্ড থেকে মুকুল সৃষ্টি হয়। ওই মুকুল থেকে অপত্য গাছ সৃষ্টি হয়। শুশনি, থানকুনি ইত্যাদির অর্ধবায়ব কান্ডের ধাবক এবং কচুরিপানা, টোপাপানা ইত্যাদির খর্বধাবকের পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূলসহ খণ্ডিত বিটপ অংশ বিচ্ছিন্ন হয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে।
পাতা (Leaf): বিগোনিয়া, পাথরকুচি পাতার কিনারায় অসংখ্য পত্রজ বা পত্রাশ্রয়ী মুকুল সৃষ্টি হয়, যেগুলির নিম্নাংশ থেকে অস্থানিক মূল তৈরি হয়। এই অস্থানিক মূলসহ পত্রাশ্রয়ী মুকুল পাতা থেকে বিচ্ছিন্ন হয়। পত্রাশ্রয়ী মুকুল থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়।