অক্সিনের উৎস উল্লেখ করো। উদ্ভিদদেহে অক্সিনের প্রধান ভূমিকাগুলি উল্লেখ করো। |
অক্সিনের উৎস
উদ্ভিদদেহে অক্সিনের প্রধান ভূমিকাগুলি হল
① অগ্রস্থ প্রকটতা ঘটায় (Promotes apical dominance): অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, কিন্তু অগ্রমুকুল কেটে বাদ দিলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটে এবং শাখাপ্রশাখা সৃষ্টি হয়। এই শারীরবৃত্তীয় ঘটনাকে অগ্রস্থ প্রকটতা বলে।
② কোশবিভাজন ও কোশের আকার বৃদ্ধি (Cell division and cell enlargement): অক্সিনের প্রভাবে উদ্ভিদকোশ বিভাজিত হয় এবং কোশ আয়তনে বৃদ্ধি পায়। অক্সিন কোশপ্রাচীরকে নমনীয় করে এবং কোশপ্রাচীরে নতুন উপাদান সঞ্চিত করে কোশের সামগ্রিক বৃদ্ধি ঘটায়। এছাড়া কোশগহ্বর (vacuole) সৃষ্টি করে অক্সিন কোশের আয়তন বৃদ্ধি ঘটায়।
③ মূলের বৃদ্ধি (Root growth): লঘু ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে।
④ ফলের বৃদ্ধি (Fruit growth): পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিনের পরিমাণ বেড়ে যায়। এই কারণে ডিম্বাশয় ফলে পরিণত হয়। অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াও ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই ধরনের ফল বীজবিহীন হয়। অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে পার্থেনোকোপি (parthenocarpy) বলে। অক্সিনের সঠিক পরিমাণে ফল আয়তনে বৃদ্ধি পায়।