হিউমাসের গুরুত্ব লেখো

হিউমাসের গুরুত্ব লেখো
হিউমাসের গুরুত্ব লেখো।
মৃত্তিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল হিউমাস। মৃত্তিকায় এর গুরুত্ব নিম্নরূপ–

খাদ্যভাণ্ডার:
হিউমাস উদ্ভিদের সুষম খাদ্যভাণ্ডারে ভরপুর। এটি নাইট্রোজেন, ফসফরাস, সালফার, প্রোটিন, ফ্যাট, কার্বন প্রভৃতি পুষ্টি উপাদানে সমৃদ্ধ।
pH নিয়ন্ত্রণ: হিউমাস মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। 
গঠন উন্নয়ন: উন্নত গঠনযুক্ত মৃত্তিকা সৃষ্টিতে হিউমাস সাহায্য করে। 

জলধারণ ক্ষমতা: হিউমাস সমৃদ্ধ মৃত্তিকার জলধারণ ক্ষমতা বেশি হয়।

সচ্ছিদ্রতা:
হিউমাস মৃত্তিকার সচ্ছিদ্রতা বৃদ্ধি করে। 
জীবাণুদের কার্যাবলি : হিউমাসপূর্ণ মৃত্তিকায় জীবাণুদের কার্যকলাপ বৃদ্ধি পায়।

তাপমাত্রা নিয়ন্ত্রণ: হিউমাসযুক্ত মৃত্তিকা কালোবর্ণের হয় যা বেশি পরিমাণে সৌরশক্তি গ্রহণ করে। মৃত্তিকার তাপমাত্রা নিয়ন্ত্রণে হিউমাস বিশেষ ভূমিকা গ্রহণ করে। 


উর্বর মৃত্তিকা সৃষ্টি: মৃত্তিকাস্থিত হিউমাস রূপান্তরিত হয়ে বিভিন্ন খনিজ পদার্থ মাটিতে মিশে যায়। এই খনিজ সমৃদ্ধ মাটি অত্যন্ত উর্বর হয়। 
মৃত্তিকাক্ষয় রোধ : মৃত্তিকায় হিউমাসের সংযোজন মৃত্তিকাক্ষয়ের তীব্রতাকে কমায়।

Leave a Comment