সৌরশক্তির ব্যবহার লেখো। সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো।

সৌরশক্তির ব্যবহার লেখো। সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো
সৌরশক্তির ব্যবহার লেখো। সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো।

সৌরশক্তির ব্যবহার

সূর্য থেকে প্রতি মুহূর্তে আলো ও তাপের মাধ্যমে যে শক্তি নির্গত হয়, তাকেই বলে সৌরশক্তি (solar energy)। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে সিলিকন সোলার সেল (silicon solar cell) বা ফোটোভোেলটেইক সেল (photo vol- taic cell)-এর মাধ্যমে এই সৌরশক্তিকে তাপশক্তি এবং বিদ্যুৎশক্তি উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। সম্পদের প্রকৃতির দিক থেকে সৌরশক্তিকে প্রবহমান, পুনর্ভব এবং সর্বত্রপ্রাপ্ত (ubiquitous) শক্তিসম্পদ বলা যায়।

সৌরশক্তির ব্যবহার বহুবিধ, যেমন-
① সৌরশক্তির সাহায্যে রাস্তাঘাট, বাড়িঘর, স্বাস্থ্যকেন্দ্র, কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রভৃতি আলোকিত করা হয়।
② জল গরম করা বা শীতপ্রধান অঞ্চলে বাড়িঘর গরম রাখার জন্য সৌরশক্তি ব্যবহৃত হয়।
③ রন্ধনকার্যে জ্বালানি হিসেবেও সৌরশক্তি ব্যবহার করা হয়।
④ দীর্ঘদিন আগে থেকেই সূর্যরশ্মির সাহায্যে সমুদ্রের জল থেকে (বাষ্পীভবনের মাধ্যমে) খাদ্যোপযোগী লবণ উৎপাদন করা হয়।
⑤ ফসল পাকাতে সূর্যরশ্মি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এ ছাড়াও
⑥ সৌরকোশ (solar photovoltaic cell)-এর সাহায্যে সরাসরি সৌরশক্তি থেকে বিদ্যুৎশক্তি উৎপাদন করা যায়। বর্তমানে সৌরকোশের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, রাস্তার আলো জ্বালানো, রেলগাড়ির সিগন্যাল সক্রিয় রাখা, ছোটো পাম্প চালানো- এসবের পাশাপাশি গৃহস্থালির বিভিন্ন কাজেও সৌরশক্তির ব্যবহার ক্রমশই বেড়ে চলেছে। সৌরতাপীয় ব্যবস্থার (in solar heating system) মাধ্যমে সূর্যের তাপশক্তিকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়, যেমন-

[i] সোলার ড্রায়ার (solar dryer): এর সাহায্যে উত্তপ্ত বাতাস চালনা করে ফসলের আর্দ্রতা অপসারণ করা হয় এবং এর ফলে ফসলের সংরক্ষণ সহজ হয়।

[ii] সোলার লাম্বার কিল্ম (solar lumber kiln): এই প্রক্রিয়ার মাধ্যমে কাঠ শুকনো করা হয়।

[iii] সোলার ডি-স্যালিনেশন (solar de-salination): পর্যায়ক্রমিক বাষ্পীভবন ও ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্রের নোনাজল থেকে পরিসুত পানীয় জল পাওয়া যায়।

[iv] সোলার ডিস্টিলেশন (solar distillation): সৌরতাপকে কাজে লাগিয়ে পর্যায়ক্রমে বাষ্পীভবন ও ঘনীভবনের মাধ্যমে জল পরিসুত করা হয়।

[v] সৌরকুকার (solar cooker):
সৌররশ্মির অন্যতম সহজ, সাধারণ ও কার্যকরী ব্যবহার এই সৌরকুকার। এই যন্ত্রে একটি প্রতিফলকের মাধ্যমে সূর্যালোকের তাপশক্তির তীব্রতা বাড়িয়ে তার সাহায্যে রান্না করা হয়।

সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা

① সুবিধা: [i] সৌরশক্তির ভান্ডার অফুরন্ত ও পুনর্নবীকরণযোগ্য।
[ii] মেঘাচ্ছন্ন দিনেও পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা যায়।
[iii] পরিবেশমিত্র শক্তি হিসেবে পরিচিত।
[iv] ছোটো, মাঝারি, বড়ো প্রভৃতি বিভিন্ন আকারের বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যায়।

② অসুবিধা: [i] গোলাকার পৃথিবীর সর্বত্র সূর্যালোকের তীব্রতা সমান না হওয়ায় বিশ্বের সর্বত্র সৌরশক্তি উৎপাদনের উপযুক্ত পরিবেশ নেই।
[ii] উৎপাদন ব্যয় তুলনামূলকভাবে বেশি বলে অনুন্নত দেশে এই শক্তি কম উৎপাদিত হয়।
[iii] এই শক্তি উৎপাদনের প্রযুক্তিও সর্বত্র সহজলভ্য নয়।

Leave a Comment