সাঁকুলোৎ (Sans-culottes) বলতে কী বোঝায়

সাঁকুলোৎ (Sans-culottes) বলতে কী বোঝায়
সাঁকুলোৎ (Sans-culottes) বলতে কী বোঝায় ?
সাঁকুলোৎ (Sans-culottes) বলতে বোঝায় শহরের নীচুতলার দরিদ্র মানুষদের। এর আভিধানিক অর্থ হল যারা অন্তর্বাস পরে না অর্থাৎ ব্রিচেস বা কুলোৎ ছাড়া ট্রাউজার পরে যারা। এদের অধিকাংশই ছিল নিরক্ষর ও খেটে খাওয়া মানুষ।

এই সম্প্রদায়ের মধ্যে ছিল কারখানার শ্রমিক, মজুর, কারিগর, মুটে, মালি, চাকর, রাজমিস্ত্রি, কাঠুরে, জেলে, জলবাহক প্রমুখ।

সাঁকুলোৎদের জনসংখ্যা

১৭৮৯ খ্রিস্টাব্দে প্যারিস শহরের অধিকাংশ মানুষ ছিল সাঁকুলোৎ সম্প্রদায়ভুক্ত।

সাঁকুলোৎ শ্রেণির বৈশিষ্ট্য

  • এরা শহরের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করত।
  • এরা গা-গতরে কাজ করে পেট চালাত এবং কাজ না থাকলে ভিক্ষাও করত।
  • এদের মধ্যে অনেকে অসামাজিক কাজেও যুক্ত থাকত ও নানাভাবে গণ্ডগোল করত।
  • শহরের ধনী মানুষরা এদের ঘৃণা করত।
  • স্বার্থান্বেষী রাজনীতির লোকেরা এদের নানাভাবে ব্যবহার করত।

তবে বলা যায়, সাঁকুলোৎরাই ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতন থেকে শুরু করে নানাভাবে ফরাসি বিপ্লবকে এগিয়ে নিয়ে গিয়েছিল।

Leave a Comment