সব নদীর মোহনায় ব-দ্বীপ গড়ে ওঠে না কেন
সব নদীর মোহনায় ব-দ্বীপ গড়ে ওঠে না কেন?
|
সমস্ত নদীর মোহানায় বদ্বীপ সৃষ্টি না হওয়ার অনেকগুলি কারণ রয়েছে, যেমন–
নদীর তীব্র গতিবেগ
যে-সমস্ত নদীর মোহানায় নদীর বেগ তীব্র সেখানে নদীবাহিত পলি সমুদ্রের অনেক দূরে চলে যায়।
স্বল্প দীর্ঘ নদী
উৎস থেকে মোহানা অবধি নদীর দৈর্ঘ্য কম হলে নদীবাহিত পদার্থও কম হয়, ফলে, বদ্বীপ গড়ে ওঠে না।
নদী শক্তির দুর্বলতা
নদীর ক্ষয় ও বহনকারী শক্তি দুর্বল হলে নদীতে পলির অভাব ঘটে, ফলে, বদ্বীপ গড়ে ওঠে না।
নদীর বোঝা
নদীতে পলি, বালি, কাদা প্রভৃতি বোঝার পরিমাণ কম হলে বদ্বীপ গঠিত হয় না।
গভীর নদী মোহানা
নদী মোহানার গভীরতা বেশি হলে বদ্বীপ গঠিত হয় না।
বায়ুপ্রবাহ
মোহানার অভিমুখে দ্রুত হারে বায়ু প্রবাহিত হলে বদ্বীপ গঠন বিঘ্নিত হয়।
স্বল্প লবণাক্ত সামুদ্রিক জল
সমুদ্রজলে লবণের পরিমাণ বেশি না থাকলে নদীবাহিত পলি দ্রুত অধঃক্ষিপ্ত হওয়ার সুযোগ পায় না, ফলে, বদ্বীপ গঠন হয় না।
উদাহরণ : আমাজন নদী প্রচুর জল বহন করলেও নদীর গতিবেগ ও গভীর মোহানার জন্য এই নদীর কোনো বদ্বীপ গঠিত হয়নি।
উদাহরণ : আমাজন নদী প্রচুর জল বহন করলেও নদীর গতিবেগ ও গভীর মোহানার জন্য এই নদীর কোনো বদ্বীপ গঠিত হয়নি।
Related Keywords :
কোন নদীর মোহনায় বদ্বীপ নেই, ভারতের কোন নদীর মোহনায় বদ্বীপ নেই, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ গুলি লেখ, কোন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, বদ্বীপ সৃষ্টির কারণ গুলো কি কি, নর্মদা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি দুটি শর্ত উল্লেখ করো, নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বদ্বীপ সৃষ্টির সহায়ক