সংলাপ লেখার নিয়ম
সংলাপ লেখার নিয়ম |
সংলাপ কী
ভারতীয় আলংকারিক বিশ্বনাথ তাঁর ‘সাহিত্য দর্পণ’ গ্রন্থে সংলাপের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, ‘সংলাপ: স্যাদ গভীরোক্তির্নানাভাব সমাশ্রয়ঃ অর্থাৎ, নানাভাবের ব্যঞ্জনাপূর্ণ উক্তিই হল সংলাপ। দশম শ্রেণির পাঠ্যসূচিতে গৃহীত ‘সংলাপ রচনা’ আসলে দুটি চরিত্রের মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে কথাবার্তা চালানো বা কথোপকথন।
সংলাপ রচনার কিছু নিয়ম
সংলাপ রচনার সময় যেসব নিয়ম পালন করতে হয়, সেই নিয়মগুলো মোটামুটি এরকম-
(১) সংলাপ রচনার প্রথম শর্ত হল একটি বিষয়কে বেছে নিতে হবে।
(২) বেছে নেওয়া বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন অনুযায়ী দুটি চরিত্র ও তাদের নাম স্থির করতে হবে। তাদের মুখ দিয়েই বলাতে হবে সংলাপ।
(৩) মাত্র ১৫০ শব্দে (কমবেশি) যেহেতু সংলাপটি লিখতে হবে, তাই বক্তব্য দীর্ঘায়িত করলে চলবে না।
(৪) সংলাপটির সূচনা ও সমাপ্তি যেন মোটামুটিভাবে বোঝা যায়।
(৫) সংলাপটি যেন প্রশ্ন ও উত্তর লেখার মতো না হয়ে ওঠে।
(৬) একটি চরিত্র এক তরফা বলে যাচ্ছে, আরেকজন সংক্ষেপে ‘হ্যাঁ’, ‘না’ ইত্যাদি বলে যাচ্ছে, তা যেন না হয়।
(৭) সংলাপটি হবে চরিত্র অনুযায়ী। অর্থাৎ, ছাত্রদের সংলাপ হবে ছাত্রদের মতো, শিক্ষকের সংলাপ শিক্ষকের মতো, চরিত্র অশিক্ষিত হলে সংলাপও হবে সেই মতো। অন্যভাবে বলা যায়, সংলাপ দিয়েই যেন চরিত্র দুটিকে চেনা যায়।
(৮) সংলাপটির ভাষা যেন সহজ, সরল ও সাবলীল হয়।
(৯) সংলাপটি হতে হবে জোরালো, উপযুক্ত ও তাৎক্ষণিক।
(১০) সংলাপটির ভিতর দিয়ে বক্তব্য-বিষয় ফুটিয়ে তুলতে হবে।
আরও পড়ুন – ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো