শিল্পবিপ্লবের রাজনৈতিক প্রভাব কী ছিল

শিল্পবিপ্লবের রাজনৈতিক প্রভাব কী ছিল

শিল্পবিপ্লবের রাজনৈতিক প্রভাব কী ছিল
শিল্পবিপ্লবের রাজনৈতিক প্রভাব কী ছিল?

শিল্পবিপ্লব ইউরোপ মহাদেশ তথা বিশ্বের ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা।

শিল্পবিপ্লবের রাজনৈতিক প্রভাব

শিল্পবিপ্লব রাজনৈতিক ক্ষেত্রে গভীর ও ব্যাপক প্রভাব ফেলেছিল।

মালিক ও শ্রমিকশ্রেণির দ্বন্দ্ব

শিল্পবিপ্লবের ফলে সমাজে মালিক ও শ্রমিকশ্রেণির সৃষ্টি হয়। এরা শোষক ও শোষিত শ্রেণি নামে পরিচিত হয়। এরা নিজেদের স্বার্থরক্ষার জন্য রাজনৈতিক দ্বন্দে লিপ্ত হয় এবং নিজেদের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করতে চেষ্টা করে।

ট্রেড ইউনিয়ন আন্দোলনের সৃষ্টি

শ্রমিকশ্রেণি তাদের স্বার্থরক্ষার জন্য সংঘবদ্ধ হয়ে ট্রেড ইউনিয়ন গঠন ও আন্দোলন শুরু করে।

সমাজতন্ত্রবাদের উদ্ভব

মালিক ও শ্রমিকদের মধ্যে বিস্তর অর্থনৈতিক পার্থক্য ও মালিকদের শ্রমিক শোষণের ফলে সমাজতন্ত্রবাদ বা সাম্যবাদের উদ্ভব হয়।

ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা

ইউরোপের শিল্পোন্নত দেশগুলি শিল্পবিপ্লবের ফলে উৎপাদিত অতিরিক্ত পণ্যের বিক্রির বাজারের সন্ধান করতে থাকে। এজন্য তারা এশিয়া, আফ্রিকা, আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে উপনিবেশ গড়ে তুলতে সচেষ্ট হয় এবং নিজেদের মধ্যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়।

আন্তর্জাতিকতাবাদের সৃষ্টি

শিল্পবিপ্লবের ফলে বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে। বিভিন্ন দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। এর ফলে অন্তর্জাতিকতাবাদের উত্থান ঘটে।

Leave a Comment