শিল্পবিপ্লবের কুফলগুলি লেখো

শিল্পবিপ্লবের কুফলগুলি লেখো
শিল্পবিপ্লবের কুফলগুলি লেখো।
শিল্পবিপ্লব মানবসভ্যতার ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঘটনা। শিল্পবিপ্লব সমাজ, রাষ্ট্র ও অর্থনীতির উপর গভীর প্রভাব বিস্তার করেছিল। মানবসভ্যতার প্রগতির পথে শিল্পবিপ্লব ছিল আশীর্বাদস্বরূপ। কিন্তু এই শিল্পবিপ্লব আশীর্বাদের সঙ্গে কিছু কিছু অভিশাপও বয়ে নিয়ে আসে।

শিল্পবিপ্লবের কুফল

জনশূন্য গ্রাম

শিল্পবিপ্লবের ফলে গ্রামের মানুষ কাজের আশায় শহরে এসে ভিড় জমালে গ্রামগুলি জনশূন্য হয়ে পড়ে। লোকসংখ্যার অভাবে গ্রামগুলি ধ্বংসের সম্মুখীন হয়।

কুটিরশিল্পের ধ্বংসসাধন

শিল্পবিপ্লবের ফলে নতুন নতুন যন্ত্রের আবিষ্কার হয়। এইসব যন্ত্রের সাহায্যে কলকারখানায় অল্প সময়ে ব্যাপক উৎপাদন হলে কুটিরশিল্পগুলি ধ্বংসের মুখে পড়ে।

শোষক শ্রেণির আবির্ভাব

শিল্পবিপ্লবের ফলে সমাজে মালিক ও শ্রমিক-এই দুই নতুন শ্রেণির আবির্ভাব হয়। মালিকশ্রেণি শ্রমিকদের শোষণ করে মূলধনের পাহাড় জমা করে। এই কারণে মালিকশ্রেণি শোষক শ্রেণি হিসেবে বিবেচিত হয়।

মালিক ও শ্রমিকশ্রেণির সংঘাত

কলকারখানার মালিকরা শ্রমিকদের শোষণ করে অধিক অর্থ উপার্জনে সচেষ্ট হয়। ফলে অত্যধিক কাজের চাপ, অস্বাস্থ্যকর বাসস্থান, অমানবিক আচরণ শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে তোলে। এর ফলস্বরূপ শ্রমিক ও মালিকশ্রেণির মধ্যে সংঘাত সৃষ্টি হয়।

ঔপনিবেশিক প্রতিদ্বন্দিতা

শিল্পবিপ্লবের ফলে পণ্যের উৎপাদন ব্যাপক বৃদ্ধি পায়। উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য ইংল্যান্ড-সহ ইউরোপের অন্যান্য কয়েকটি দেশ পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়। ফলে শিল্পোন্নত দেশগুলির মধ্যে উপনিবেশ দখলের লড়াই শুরু হয়।

ঔপনিবেশিক শোষণ

শিল্পবিপ্লবের ফলে শিল্পমালিকেরা কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত দ্রব্য বিক্রির জন্য উপনিবেশ বিস্তার করে। উপনিবেশের কাঁচামাল, ভূখণ্ড, জনসংখ্যা প্রভৃতির উপর শিল্পমালিকেরা আধিপত্য স্থাপন করে শোষণ চালাতে থাকে।

শ্রেণিবৈষম্য সৃষ্টি

শিল্পবিপ্লবের ফলে শ্রমিক ও মালিকশ্রেণির মধ্যে বৈষম্য প্রকট আকার ধারণ করে। কারণ মালিকরা সর্বদা শ্রমিকদের শোষণ করে ধনী হয় এবং শ্রমিকরা শোষিত হতে হতে শোষণের শেষপ্রান্তে পৌঁছোয়।

সামাজিক জীবনে অস্থিরতা

অভাবের তাড়নায় নারী ও শিশুরা শ্রমিক হিসেবে কলকারখানায় নিযুক্ত হলে পারিবারিক জীবন ভেঙে পড়ার উপক্রম হয়। এর ফলে সামাজিক জীবনে অস্থিরতা দেখা দেয়।

Leave a Comment