শিল্পবিপ্লবের অর্থনৈতিক প্রভাব
শিল্পবিপ্লবের অর্থনৈতিক প্রভাব কী ছিল |
শিল্পবিপ্লব ইউরোপ মহাদেশ তথা বিশ্বের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। অর্থনৈতিক ক্ষেত্রে শিল্পবিপ্লবের প্রভাব ছিল অপরিসীম।
শিল্পবিপ্লবের অর্থনৈতিক প্রভাব
পুঁজিবাদী অর্থনীতির উদ্ভব
শিল্পবিপ্লবের ফলে এক নতুন পুঁজিপতি শ্রেণির উদ্ভব হয়। এই পুঁজিপতি শ্রেণি সমাজ ও ব্রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
যৌথ বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্ভব
পুঁজিপতিরা পণ্যদ্রব্য উৎপাদনের জন্য শিল্পকারখানায় প্রচুর মূলধন বিনিয়োগ করে। আবার অনেক ধনী ব্যক্তি একসঙ্গে একটি শিল্পেও অর্থ বিনিয়োগ করার ফলে যৌথ বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়।
শিল্প-বাণিজ্যনির্ভর অর্থনীতির সূচনা
শিল্পবিপ্লবের ফলে কৃষিনির্ভর ও কুটিরশিল্পভিত্তিক অর্থনীতি পরিবর্তিত হয়ে শিল্প ও বাণিজ্যনির্ভর অর্থনীতির সূচনা হয়। যন্ত্রের দ্বারা উৎপাদনের ফলে দ্রুত প্রচুর পরিমাণ শিল্পদ্রব্য প্রস্তুত হলে ব্যাবসাবাণিজ্যের প্রসার ঘটে।
বিশ্বের কারখানা
ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব ঘটেছিল। ফলে ইংল্যান্ডের অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়। ইংল্যান্ড বিশ্বের কারখানায় পরিণত হয়।
শিল্প মূলধন
শিল্পবিপ্লবের ফলে পরিবহন ব্যবস্থায় উন্নতি ঘটে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পায়। এর ফলে বাণিজ্যিক মূলধন (Commercial Capital) ক্রমশ শিল্প মূলধন (Industrial Capital)-এ পরিণত হয়। এইভাবে যৌথ বাণিজ্য প্রতিষ্ঠান (Joint Stock Company)-এর উদ্ভব হয়।
ফ্যাক্টরি প্রথা
শিল্পবিপ্লবের ফলে কাজের সন্ধানে ও বেশি রোজগারের আশায় গ্রাম থেকে শ্রমিকরা ফ্যাক্টরিতে ভিড় করতে থাকে। ফ্যাক্টরিগুলিকে কেন্দ্র করে গড়ে ওঠে বড়ো বড়ো শিল্পাশ্রয়ী শহর। ফ্যাক্টরি প্রথার (Factory System) উদ্ভবের ফলে কুটিরশিল্পগুলি ধ্বংস হয়।
শ্রমের বিভাজন
শিল্পবিপ্লবের আগে একজন কারিগর একটি দ্রব্যের পুরো অংশটাই নিজে বানাত। কিন্তু শিল্পবিপ্লবের দরুন উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে একটি দ্রব্যের বিভিন্ন অংশ বিভিন্ন কারিগরকে বানাতে দেওয়া হয়।