লোহাকে আধুনিক সভ্যতার শিল্পসহায়ক বলা হয় কেন

লোহাকে আধুনিক সভ্যতার শিল্পসহায়ক বলা হয় কেন
লোহাকে আধুনিক সভ্যতার শিল্পসহায়ক বলা হয় কেন?

লোহা আধুনিক সভ্যতার ধারক ও বাহক। সভ্যতার নানা কর্মকান্ডে লোহার বহুমুখী ব্যবহার এবং গুরুত্বের জন্য বর্তমান যুগকে লৌহ যুগ (iron age) বলে।

লোহা আধুনিক সভ্যতার শিল্পসহায়ক

① পিগ আয়রন প্রস্তুতিতে বা লোহাপিন্ড প্রস্তুতিতে,
② লৌহ-ইস্পাতকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে ভারী যন্ত্রপাতি নির্মাণ, ভারী ও হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, যানবাহন তৈরি, অটোমোবাইল বা গাড়িনির্মাণ শিল্প, সংকর ধাতু প্রস্তুতি, গৃহনির্মাণ, কৃষিক্ষেত্র, গৃহস্থালির বিভিন্ন উপকরণ ইত্যাদি বহুবিধ উদ্দেশ্যসাধন উৎপাদন করা হয়।
③ রং ও রাসায়নিক দ্রব্য নির্মাণ প্রভৃতিতে লোহার ব্যাপক ব্যবহার হয়। সেকারণে লোহাকে আধুনিক সভ্যতার শিল্পসহায়ক বলা হয়।

Leave a Comment