“যখন ধনী ছিলাম, বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তিও ছিল না।”— ধনী হওয়া সত্ত্বেও শান্তি ছিল না কেন? |
মহম্মদ শা-র বাড়িতে আগত অতিথি-অভ্যাগতদের প্রশ্নের উত্তরে ইলিয়াসের স্ত্রী জানায় যে, তারা যখন ধনী ছিল তখন তাদের একটুও শান্তি ছিল না। তার মতে, তাদের প্রাচুর্যময় জীবন ছিল অস্বস্তি ও ব্যস্ততায় ভরা। অতিথি আপ্যায়ন, পশুদের রক্ষণাবেক্ষণ, শীতের জন্য খাদ্য মজুত, মজুরদের ওপর নজর রাখা ও নিজেদের মধ্যে কলহ ইত্যাদির কারণে তাদের দাম্পত্য জীবনে সুখশান্তি কিছুই ছিল না। অপরাধবোধের তাড়নায় অন্তরের কথা ভাবার কিংবা রাতে নির্বিঘ্নে ঘুমোবার উপায় পর্যন্ত তাদের ছিল না।