মেকলে মিনিট কি টীকা

মেকলে মিনিট কি টীকা

মেকলে মিনিট কি টীকা
মেকলে মিনিট কি টীকা

ভূমিকা

থমাস ব্যাবিংটন মেকলে ছিলেন লর্ড উইলিয়ম বেন্টিঙ্কের আইনসচিব ও জনশিক্ষা কমিটির সভাপতি। তাঁর শিক্ষাসংক্রান্ত প্রতিবেদন মেকলে মিনিট নামে পরিচিত।

মেকলে মিনিটের প্রেক্ষাপট

১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনে বলা হয় কোম্পানি ভারতের শিক্ষাখাতে কমপক্ষে ১ লক্ষ টাকা ব্যয় করবে। এ বিষয়ে নীতি নির্ধারণের জন্য জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়।

জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি সরকারি অর্থ ব্যয় করা বিষয়ে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী নামে দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়।

মেকলে মিনিট

জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি থমাস ব্যাবিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষার সপক্ষে লর্ড উইলিয়ম বেন্টিঙ্কের কাছে একটি প্রতিবেদন পেশ করেন। মেকলের এই বিখ্যাত প্রতিবেদন ‘মেকলে মিনিট’ নামে পরিচিত (১৮৩৫ খ্রি.)।

মেকলে মিনিটের বক্তব্য

মেকলে মিনিটের প্রধান প্রধান বক্তব্যগুলি হল-

  • পাশ্চাত্য শিক্ষা প্রাচ্যের তুলনায় উৎকৃষ্ট।
  • এ দেশের সমাজ ও সভ্যতা কুসংস্কারচ্ছন্ন ও দুর্নীতিগ্রস্ত, তাই এদেশে পাশ্চাত্য শিক্ষা চালু হওয়া উচিত।
  • এদেশে উচ্চশ্রেণির লোকেরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হবে। পরে তারা তাদের নীচুতলায় তার বিস্তার ঘটাবে। একেই শিক্ষার চুঁইয়ে পড়া নীতি (Downward Filtration Theory) বলা হয়।

ফলাফল

মেকলে মিনিটের ফলে পাশ্চাত্য শিক্ষা প্রসারের সপক্ষে ১৮৩৫ খ্রিস্টাব্দে সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়।

FAQs On – মেকলে মিনিট

মেকলে মিনিট কি?

টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 সালে ফেব্রুয়ারি মাসে বড়োলাট লর্ড বেন্টিঙ্কের কাছে একটি প্রস্তাব দেন যা মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব নামে পরিচিত।

কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন কবে প্রতিষ্ঠিত হয়?

কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন প্রতিষ্ঠিত হয় ১৮২৩ খ্রিঃ।

মেকলে কে ছিলেন?

ব্যাবিংটন মেকলে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের শিক্ষাসচিব। কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশনের সভাপতি।

কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিট গৃহীত হয়?

গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক-এর আমলে মেকলে মিনিট গৃহীত হয়

মেকলে মিনিট কত সালে গৃহীত হয়?

মেকলে মিনিট 1835 সালের ২ রা ফেব্রুয়ারী গৃহীত হয়

কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন এর সভাপতি কে ছিলেন?

কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন এর সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে

Leave a Comment