মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে -বক্তা কে? ‘মৃত্যুতে সকল দেনা’ বলতে কী বোঝানো হয়েছে? সে ‘দেনা’ কীভাবে শোধ করতে চেয়েছিলেন কবি – আজকের পর্বে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে -বক্তা কে? ‘মৃত্যুতে সকল দেনা’ বলতে কী বোঝানো হয়েছে? সে ‘দেনা’ কীভাবে শোধ করতে চেয়েছিলেন কবি তা আলোচনা করা হল।
মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে -বক্তা কে? ‘মৃত্যুতে সকল দেনা’ বলতে কী বোঝানো হয়েছে? সে ‘দেনা’ কীভাবে শোধ করতে চেয়েছিলেন কবি |
“মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে।”-বক্তা কে? ‘মৃত্যুতে সকল দেনা’ বলতে কী বোঝানো হয়েছে? সে ‘দেনা’ কীভাবে শোধ করতে চেয়েছিলেন কবি? |
বক্তা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘রূপনারানের কূলে’ কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশের বক্তা কবি স্বয়ং।
মৃত্যুতে সকল দেনা
‘মৃত্যুতে সকল দেনা’ বলতে কবি জীবনের শেষে উপলব্ধ চিরসত্যের মাধ্যমে জীবনের ঋণ মৃত্যুর মধ্য দিয়ে শোধ করার কথা বলেছেন।
সকল দেনা শোধ
সত্যের নিদারুণ আঘাত, বিপন্নতার মাঝে কবি পাশে পেয়েছেন তাঁর জীবনকে, এতেই তিনি আনন্দিত। কবি জীবনের শেষ পর্যায়ে এসে কঠিন বাস্তবতায় সত্যকে খুঁজে পেয়েছেন। সেই সত্যের মাধ্যমে তাঁর চেতনার জাগরণ ঘটেছে। তিনি বুঝেছেন জগৎ স্বপ্ন নয়। আঘাত, বেদনা, বিচ্ছেদের মধ্যেই রয়েছে জীবনের চিরসত্য। সেই সত্য কখনও মানুষকে বঞ্চনা করে না। কারণ সে কঠোর। তাই কবি বুঝেছেন মৃত্যুই প্রকৃত সত্য। মৃত্যুর মধ্য দিয়েই কবি সমস্ত স্বপ্নাচ্ছন্নতা কাটিয়ে জীবনের ঋণ শোধ করে যেতে চান। অর্থাৎ সত্যের মূল্য উপলব্ধি করার জন্যই তিনি মৃত্যুর মাধ্যমে জীবনের ‘দেনা’ শোধ করতে চান।