মহাদেশীয় অবরোধ কী? নেপোলিয়ন কীভাবে এই ব্যবস্থা কার্যকর করেন

মহাদেশীয় অবরোধ কী? নেপোলিয়ন কীভাবে এই ব্যবস্থা কার্যকর করেন
মহাদেশীয় অবরোধ কী? নেপোলিয়ন কীভাবে এই ব্যবস্থা কার্যকর করেন?

মহাদেশীয় অবরোধ

নৌশক্তিতে বলীয়ান ইংল্যান্ডকে সামরিক শক্তি দিয়ে পরাজিত করতে না পেরে সেদেশের ব্যাবসাবাণিজ্য ধ্বংস করে তাকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার জন্য নেপোলিয়ন যে ব্যবস্থা গ্রহণ করেন, তা ‘মহাদেশীয় অবরোধ’ নামে পরিচিত। সমগ্র মহাদেশ বা কন্টিনেন্টকে নেপোলিয়ন এই সামুদ্রিক অবরোধের আওতায় এনেছিলেন বলে তার নাম হয় মহাদেশীয় অবরোধ বা কন্টিনেন্টাল সিস্টেম।

মহাদেশীয় ব্যবস্থার বাস্তবায়ন

নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকর করার উদ্দেশ্যে কয়েকটি পদ্ধতি অবলম্বন করেছিলেন-

বার্লিন ডিক্রি (Berlin Decree)

১৮০৬ খ্রিস্টাব্দের ১১ নভেম্বর নেপোলিয়ন ‘বার্লিন ডিক্রি’ জারি করেন। এই নির্দেশনামার দ্বারা তিনি ইউরোপের সমস্ত বন্দরে ব্রিটিশ পণ্যের প্রবেশ নিষিদ্ধ করেন। নেপোলিয়নের উদ্দেশ্য ছিল ইউরোপে ইংল্যান্ডের বাণিজ্য বন্ধ করে তাকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করা। তিনি আশা করেছিলেন ইংল্যান্ড দুর্বল হয়ে পড়লে বাধ্য হয়ে ফরাসি প্রাধান্য মেনে নেবে।

অর্ডার স-ইন-কাউন্সিল (Orders-in-Council)

নেপোলিয়নের বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড ১৮০৭ খ্রিস্টাব্দে ‘অর্ডারস-ইন-কাউন্সিল’ (Orders-in-Council) জারি করে। এই নির্দেশনামায় বলা হয়- ইউরোপের কোনো রাষ্ট্র ফ্রান্স বা ফ্রান্স অধিকৃত বা ফ্রান্সের কোনো মিত্ররাষ্ট্রে জিনিসপত্র পাঠালে সেই জাহাজ ও জিনিসপত্র বাজেয়াপ্ত করা হবে।

মিলান ডিক্রি (Milan Decree)

ইংল্যান্ডের জারি করা অর্ডারস-ইন-কাউন্সিলের পাল্টা জবাবস্বরূপ নেপোলিয়ন ১৮০৭ খ্রিস্টাব্দে ‘মিলান ডিক্রি’ জারি করে ঘোষণা করেন যে, ইংল্যান্ড বা তার উপনিবেশের কোনো বন্দরে নিরপেক্ষ দেশের জাহাজ প্রবেশ করলে সেই জাহাজ বাজেয়াপ্ত করা হবে।

ওয়ারশ ডিক্রি (Warshaw Decree) ও ফন্টেনস্যু ডিক্রি (Fontainebleau Decree)

মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকর করার শেষ অস্ত্র হিসেবে নেপোলিয়ন ওয়ারশ ডিক্রি (১৮০৭ খ্রি.) এবং ফন্টেন্যু ডিক্রি (১৮১০ খ্রি.) জারি করেন। এতে বলা হয় যে, এই নির্দেশ অমান্যকারী সকল ধৃত জাহাজকে প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়া হবে।

এইভাবে মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকর করার জন্য নেপোলিয়ন বার্লিন ডিক্রি, মিলান ডিক্রি, ওয়ারশ ও ফন্টেনব্যু ডিক্রির সাহায্য গ্রহণ করেছিলেন।

Leave a Comment