মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায়গুলি লেখো

মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায়গুলি লেখো
মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায়গুলি লেখো
বর্তমান সভ্যতার অগ্রগতিতে মরুবিস্তার একটি প্রতিবন্ধকতাস্বরূপ, তাই মরুবিস্তার প্রতিরোধের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। যেমন-

বৃক্ষরোপণ

সাহারা, থর প্রভৃতি মরুভূমি অঞ্চলে বাবলাজাতীয় এমন সব কাঁটাগাছ লাগানো হচ্ছে যাদের বৃদ্ধি খুব বেশি এবং মূলগুলি দ্রুত ভূমিতে শাখাপ্রশাখা বিস্তার করে ভূপৃষ্ঠের আলগা রেগোলিথকে সংবদ্ধ করতে পারে।

বালিয়াড়ির প্রসার রোধ

বায়ু দ্বারা বালিয়াড়ির প্রসার রোধ করার জন্য মরুভূমিতে নির্দিষ্ট দূরত্বে গাছের ডাল পুঁতে রাখা হচ্ছে। মাটি ও জলের অভাবে যেখানে বৃক্ষরোপণ করা সম্ভব নয় সেখানে গাছের ডাল পুঁতে বেড়া বা দাবার ছকের মতো নকশা তৈরি করা হয়। এতে বায়ু বাধা পেলে বালিয়াড়ি ভেঙে যায় ও বালির সঞ্চার বন্ধ হয়। সাহারার মারিটানিয়ায় এই পদ্ধতি রাষ্ট্রসংঘ দ্বারা পরিচালিত হয়। থর মরুভূমিতে এই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে।

পশুখাদ্য ও জ্বালানি কাঠ চাষ

সাহারা, থর উভয় মরুভূমি অঞ্চলে বসবাসকারী মানুষগুলিকে পশুখাদ্য ও জ্বালানি কাঠ চাষে উৎসাহিত করা হচ্ছে। থর মরুভূমিতে এরূপ পশুখাদ্য চাষের ভূমি গোচান্স (Gochars) এবং জ্বালানি কাঠ চাষের ভূমি ওরান্স (Orans) নামে পরিচিত।

আঠাজাতীয় বস্তু সঞ্চারণ

মরু অঞ্চলে রেগোলিথের আলগা উপাদানগুলির ফাঁকে আঠাজাতীয় বস্তু সঞ্চারন করে বায়ু দ্বারা বালির অপসারণ রোধ করা যায়। তাই তৈলশোধনাগারের বর্জ্যপদার্থ চটচটে ডিজেল ওয়েস্ট বিমান থেকে স্প্রে করে রাজস্থান ও সাহারার বিস্তৃত অঞ্চলে ফল পাওয়া যাচ্ছে।

শৈবাল উৎপাদন

মরুভূমির রুক্ষ আলগা মাটিতে বিশেষ ধরনের জীবাণুকে অনুঘটকরূপে ব্যবহার করে দ্রুত শৈবাল উৎপাদন করা হচ্ছে। এই শৈবাল রেগোলিথকে সংবদ্ধ করে মরুবিস্তার রোধ করে। চিনের গোবি মরুভূমিতে এই পদ্ধতির প্রয়োগ দেখা যায়। বর্তমানে সাহারা ও থর মরুভূমিতেও এই পদ্ধতি প্রয়োগের ব্যবস্থা করা হচ্ছে।
Related Keywords :
মরুকরণ প্রতিরোধের উপায়, মরু সম্প্রসারণ কাকে বলে, মরু সম্প্রসারণ রোধের দুটি উপায়, মরু সম্প্রসারণ এর ফলাফল, মরু সম্প্রসারণ এর কারণ, মরুকরণের প্রতিরোধে কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, মরুভূমির প্রসারণের পর্যায়গুলি উল্লেখ কর, মরুকরণ এর কারণ

Leave a Comment