ভূতাপ শক্তি কী? ভূতাপ শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো

ভূতাপ শক্তি কী? ভূতাপ শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো
ভূতাপ শক্তি কী? ভূতাপ শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।

ডুতাপ শক্তি

ভূ-অভ্যন্তরের তাপ থেকে যে শক্তি উৎপাদিত হয় তাকে ভূতাপ শক্তি (geo- thermal energy) বলে। বিজ্ঞানীদের মতে পৃথিবী সৃষ্টির সময় থেকেই ভূ-অভ্যন্তরে প্রচুর পরিমাণ তাপ সঞ্চিত রয়েছে। পরীক্ষালব্ধ তথ্য অনুযায়ী প্রতি । কিমি গভীরতায় গড়ে 25 °সেন্টিগ্রেড হারে উয়তা বৃদ্ধি পায়। ভূতাপ শক্তি পুনর্ভব ও অচিরাচরিত শক্তি। এই শক্তি পরিবেশ দূষণ ঘটায় না। ভারতে খুব স্বল্প পরিমাণে এই শক্তি উৎপন্ন হয়।

ভূতাপ শক্তি ব্যবহারের সুবিধা

অফুরন্ত

ভূতাপ শক্তির ভান্ডার অফুরন্ত বলে ব্যবহারের ফলে শেষ হয়ে যাওয়ার ভয় নেই।

পরিবেশমিত্রতা

ভূতাপ নির্গমনের সময় পরিবেশদূষণে দায়ী কোনো গ্যাস নির্গত হয় না।

নিরবচ্ছিন্ন ব্যবহার:

উপলব্ধতার কারণে ভূতাপ শক্তি বছরের সবসময়েই ব্যবহার করা যায়।

সুলভ উৎপাদন

ভূতাপ থেকে সহজেই বিদ্যুৎ উৎপাদন করা যায়।

ভূতাপ শক্তি ব্যবহারের অসুবিধা

ব্যয়বহুল

ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র নির্মাণে প্রাথমিক ব্যয় বেশি হয়। ② কম উৎপাদন ক্ষমতা: ভূতাপ থেকে উৎপাদিত বিদ্যুৎশক্তি কেবল স্থানীয় চাহিদা পূরণ করে।

উন্নত প্রযুক্তি

ভূতাপ শক্তি ব্যবহারের প্রযুক্তি মূলত উন্নত দেশগুলিতে সীমাবদ্ধ।

আঞ্চলিকতা

ভূতাপ শক্তি পৃথিবীর সর্বত্র সমানভাবে পাওয়া যায় না।

Leave a Comment