ভারতের মৃত্তিকা ক্ষয় প্রভাবিত অঞ্চলগুলির বিবরণ দাও

ভারতের মৃত্তিকা ক্ষয় প্রভাবিত অঞ্চলগুলির বিবরণ

ভারতের মৃত্তিকাক্ষয় প্রভাবিত অঞ্চলগুলির বিবরণ দাও
ভারতের মৃত্তিকাক্ষয় প্রভাবিত অঞ্চলগুলির বিবরণ দাও।

মৃত্তিকাক্ষয় ভারতের একটি প্রধান সমস্যা। ভারতের মোট ভৌগোলিক আয়তনের 60% স্থানের মৃত্তিকাক্ষয় ক্ষতিগ্রস্ত। মৃত্তিকা বিজ্ঞানী এইচ গ্লোভার-এর মতে ভারতের মোট অঞ্চলের প্রায় 40 মিলিয়ন হেক্টর অঞ্চল মৃত্তিকাক্ষয়ের অন্তর্গত। ভারতের প্রায় সর্বত্রই অল্পবিস্তর মৃত্তিকাক্ষয় হয়ে থাকে। তবে যে-সকল অঞ্চলে মৃত্তিকাক্ষয় অধিক পরিমাণে হয়ে থাকে সেগুলি হল-

জলপ্রবাহের দ্বারা মৃত্তিকাক্ষয় সংঘটিত অঞ্চল

ভারতের জলের দ্বারা ক্ষয়কার্য সবচেয়ে বেশি দেখা যায়। Indian Council of Agriculture Research (ICAR) এর রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর ভারতে প্রায় 53.34 মিলিয়ন হেক্টর জমি জলের দ্বারা ক্ষয় প্রাপ্ত হয়ে থাকে। (i) চাদর ক্ষয় -উত্তর ও পূর্ব ভারতের নদী গঠিত সমভূমির অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে। (ii) নালি ক্ষয়- পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম প্রভৃতি জেলার মালভূমি অঞ্চলে এবং ছোটোনাগপুর ও দাক্ষিণাত্য মালভূমিতে, পশ্চিমঘাটের পার্বত্য অঞ্চল। (iii) গালি বা খাত ক্ষয় – চম্বল উপত্যকা, আরাবল্লি পর্বতের পূর্বাংশে, হিমালয়ের পাদদেশ, মেঘালয় মালভূমি।

বায়ুপ্রবাহের দ্বারা মৃত্তিকাক্ষয় সংঘটিত অঞ্চল

ভারতে বায়ুদ্বারা ক্ষয়কার্য সবচেয়ে বেশি দেখা যায়। ভারতের উত্তর-পশ্চিমের শুষ্ক ও মরুপ্রায় অঞ্চলে। রাজস্থানের মরু অঞ্চল এবং সংলগ্ন পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট ও উত্ত রপ্রদেশের শুষ্ক অঞ্চলে এই ক্ষয় দেখা যায়।

ভূমিধসের দ্বারা মৃত্তিকাক্ষয় সংঘটিত অঞ্চল

পূর্ব হিমালয় এবং উত্তর-পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল।

বাগিচা কৃষির সম্প্রসারণ ঝুমচাষের দ্বারা মৃত্তিকাক্ষয় সংঘটিত অঞ্চল

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিশেষত অরুণাচল প্রদেশ, অসম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড রাজ্যে।

পশুচারণের মাধ্যমে মৃত্তিকাক্ষয় সংঘটিত অঞ্চল

অতিরিক্ত পশুচারণের জন্য হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, রাজস্থানে মৃত্তিকাক্ষয় হয়ে থাকে।

খনিজ দ্রব্য আহরণ ও বৃক্ষছেদন দ্বারা মৃত্তিকাক্ষয় সংঘটিত অঞ্চল

ভারতের মধ্য ও পূর্বভাগের বিভিন্ন রাজ্য যেমন- বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গ।

Leave a Comment