ভারতের বিভিন্ন ধরনের সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও। |
ভারতের বিভিন্ন ধরনের সম্পদের সংক্ষিপ্ত পরিচয়
আমাদের মাতৃভূমি ভারতে বিভিন্ন ধরনের সম্পদ আছে। নীচে ভারতের বিভিন্ন প্রকার সম্পদের পরিচয় দেওয়া হল-
ভূমিসম্পদ
[i] ভারতের ভৌগোলিক আয়তন প্রায় 32 লক্ষ 87 হাজার বর্গকিলোমিটার। [ii] ভারতে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি কৃষিযোগ্য জমি এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সেচসেবিত জমি রয়েছে।
জলসম্পদ
[i] ভারত নদীমাতৃক দেশ। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি প্রভৃতি বড়ো বড়ো নদী ভারতে আছে। [ii] পানীয় জল ও সেচের জলের জোগান, উর্বর পলি সঞ্চয়, জলবিদ্যুৎ উৎপাদন, জলপথ পরিবহণ প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে এইসব নদনদীর গুরুত্ব অপরিসীম। [iii] ভারতের ভূগর্ভস্থ জলভাণ্ডার সীমিত হলেও তা পানীয় এবং সেচের কাজে ব্যবহৃত হয়।
অরণ্যসম্পদ
[i] ভারতের মোট ভৌগোলিক আয়তনের প্রায় 21.05 শতাংশ (India State Forest Report, 2011) এলাকায় বনভূমি আছে। [ii] এই অরণ্য মূল্যবান কাঠ ও বিভিন্ন উপজাত দ্রব্যের জোগান দেয়।
পশুসম্পদ
[i] পশুসম্পদে ভারত যথেষ্ট সমৃদ্ধ দেশ এবং গবাদি পশুর (বলদ, গাই, ষাঁড়, ইয়াক, মহিষ, চমরী গাই ইত্যাদি) সংখ্যার বিচারে ভারতের স্থান বিশ্বে প্রথম। [ii] মেষ বা ভেড়া, শূকর, ছাগল, পোলট্রি প্রাণী (মুরগি ও হাঁস) প্রভৃতি এদেশে যথেষ্ট সংখ্যায় প্রতিপালিত হয় বলে ভারতে প্রচুর পরিমাণে দুধ ও দুধজাত দ্রব্য, মাংস, চামড়া, ডিম প্রভৃতি উৎপাদিত হয়।
মৎস্যসম্পদ
[i] ভারতে অভ্যন্তরীণ নদীনালা, খালবিল, পুকুর, দিঘি প্রভৃতি থেকে স্বাদুজলের মাছ এবং মহীসোপান অঞ্চল থেকে সামুদ্রিক মাছ আহরণ করা হয়। [ii] বিশ্বের মোট মৎস্য উৎপাদনে ভারতের স্থান ষষ্ঠ এবং অভ্যন্তরীণ বা স্বাদুজলের মৎস্য উৎপাদনে দ্বিতীয়।
কৃষিসম্পদ
[i] ভারত কৃষিসমৃদ্ধ দেশ। ভারতের সমভূমি ও নদী উপত্যকাগুলিতে প্রচুর পরিমাণে ধান, গম, আখ, তুলা, পাট, তৈলবীজ প্রভৃতি উৎপাদিত হয়। [ii] এ ছাড়া বিভিন্ন অংশে চা, কফি, রবার, নারকেল, বিভিন্নপ্রকার মশলা, ফল, সবজি প্রভৃতিও উৎপন্ন হয়।
খনিজ সম্পদ
[i] ভারতে যথেষ্ট পরিমাণে কয়লা, আকরিক লোহা, বক্সাইট, অভ্র, ম্যাঙ্গানিজ, চুনাপাথর প্রভৃতি খনিজ দ্রব্য সঞ্চিত আছে। [ii] তবে ভারতে পেট্রোলিয়াম সামান্য পরিমাণে পাওয়া যায়।
শিল্পসম্পদ
কার্পাসবয়ন শিল্প, লৌহ-ইস্পাত শিল্প, চিনি শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, চা শিল্প, পাট শিল্প, তথ্যপ্রযুক্তি শিল্প, অলংকার শিল্প প্রভৃতি ক্ষেত্রে ভারত যথেষ্ট উন্নত।
মানবসম্পদ
[i] ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ (জনসংখ্যার বিচারে চিনের স্থান বিশ্বে প্রথম)। [ii] বিশ্বের সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষ ভারতে বাস করে।
উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, ভারত একটি সম্পদ সমৃদ্ধ দেশ।