ভারতের জলবায়ু কীভাবে মৃত্তিকাক্ষয়কে নিয়ন্ত্রণ করে

ভারতের জলবায়ু কীভাবে মৃত্তিকাক্ষয়কে নিয়ন্ত্রণ করে

ভারতের জলবায়ু কীভাবে মৃত্তিকাক্ষয়কে নিয়ন্ত্রণ করে
ভারতের জলবায়ু কীভাবে মৃত্তিকাক্ষয়কে নিয়ন্ত্রণ করে?
ভারতের জলবায়ু বিভিন্নভাবে মৃত্তিকাক্ষয়কে নিয়ন্ত্রণ করে। যেমন- বৃষ্টিপাত বৃষ্টির ফোঁটা সরাসরি মাটিতে পড়লে তা মাটির কণাগুলিকে আলাদা করে দেয়, যার ফলে মাটির সংঘবদ্ধতা নষ্ট হয়ে যায় এবং পৃষ্ঠপ্রবাহের মাধ্যমে মৃত্তিকা স্থানান্তরিত হয়। বৃষ্টিপাত মুশলধারে হলে মৃত্তিকা দ্রুত হারে ক্ষয়প্রাপ্ত হয়। শীত বা গ্রীষ্মের তুলনায় বর্ষাকালে মৃত্তিকা বেশি ক্ষয় পায়। যেমন-চেরাপুঞ্জিতে মৃত্তিকাক্ষয় বেশি হয়। উন্নতা: অধিক উয়তায় মাটি শুষ্ক হয়ে পড়ে এবং সহজেই ক্ষয়ের শিকার হয়। বায়ুপ্রবাহ: উয় মরু অঞ্চলে ও উপকূলবর্তী অঞ্চলে বায়ুপ্রবাহের মাধ্যমে মৃত্তিকাক্ষয় হয়।

Leave a Comment