ভারতের গঙ্গা, সিন্ধু ও ব্রহ্মপুত্র নদী অববাহিকার পলিমাটি খুব উর্বর কেন? |
ভারতের গঙ্গা, সিন্ধু ও ব্রহ্মপুত্র নদী অববাহিকার পলিমাটি খুব উর্বর, কারণ–
পুষ্টিমৌল সমৃদ্ধ মাটি
মাটিতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিমৌলের বা গাছের খাদ্যের উপস্থিতিকে মাটির উর্বরতা বলে। পলিমাটিতে জৈব পদার্থ ও নাইট্রোজেনের ঘাটতি থাকলেও এই মাটি পটাশিয়াম, ফসফরাস, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম প্রভৃতি পুষ্টিমৌলে সমৃদ্ধ। এই কারণে পলিমাটিতে শস্যচাষ খুব ভালো হয়।
অধিক জলধারণ ক্ষমতা
মাটির উর্বরতার আর একটি প্রধান শর্ত হল মাটির জলধারণ ক্ষমতা। পলিমাটিতে পলি ও কাদাকণার ভাগ বেশি থাকে। এই কণাগুলি সূক্ষ্ম ও দৃঢ় সংঘবদ্ধ হওয়ায় অধিক জলধারণ করতে পারে। ফলে উদ্ভিদ সহজেই এই মাটি থেকে জলের সঙ্গে পুষ্টিমৌল সংগ্রহ করতে পারে।
মাটির আর্দ্রতা
নদী অববাহিকার মাটি হওয়ায় পলিমাটির আর্দ্রতা বজায় থাকে। মাটির আর্দ্রতা উদ্ভিদের পুষ্টি জোগানে বিশেষভাবে সহায়তা করে। তাই পলিমাটি উর্বর হয়।
মাটির pH
সাধারণত মাটির pH 6.5 – 7.5 হলে অধিক পরিমাণ উদ্ভিদ তাদের পুষ্টিমৌল অতি সহজে সংগ্রহ করতে পারে। পলিমাটির pH এর মান 7.0। ফলে পলিমাটি থেকে উদ্ভিদের খাদ্যমৌল সংগ্রহ করতে কোনো অসুবিধা হয় না। তাই বলা হয় পলিমাটি উর্বর মাটি।
ধৌত প্রক্রিয়ার হার কম
মাটির কণাগুলি সূক্ষ্ম ও ঘনসন্নিবিষ্ট হওয়ায় ধৌত প্রক্রিয়ায় জলের সঙ্গে পুষ্টিমৌলগুলি নীচের স্তরে চলে যেতে পারে না। ফলে পলিমাটির উর্বরতা বজায় থাকে।