ভারতের কৃষিতে খাল দ্বারা জলসেচের উপযোগিতা কতখানি
ভারতের কৃষিতে খাল দ্বারা জলসেচের উপযোগিতা কতখানি |
ভারতের মোট সেচসেবিত জমির প্রায় 29.2% জমিতে খাল দ্বারা জলসেচ করা হয়। খাল দ্বারা জলসেচের প্রধান উপযোগিতাগুলি হল-
বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জলসেচ
খালের মাধ্যমে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কৃষিজমিতে জলসেচ করা যায়।
উর্বরতা বৃদ্ধি
খালের জলের সঙ্গে বাহিত পলি কৃষিজমিতে পড়ে জমির উর্বরতা বৃদ্ধি পায়।
বন্যা নিয়ন্ত্রণ
বর্ষার সময় নদীর অতিরিক্ত জল খালের মধ্যে সরবরাহ করে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
রক্ষণাবেক্ষণ ব্যয় কম
খাল খননের পর রক্ষণাবেক্ষণের ব্যয় অনেক কম হয়।
ভৌমজল সংকট
অতিরিক্ত ব্যবহারের ফলে ভৌমজল দ্রুত হ্রাস পাচ্ছে। তাই কূপ-নলকূপের পরিবর্তে সেচখালের ব্যবহারের উপযোগিতা বেশি।
আরও পড়ুন – নাগরিকের দায়িত্ব ও কর্তব্য রচনা