ভারতের আকাশপথ পরিবহণের সমস্যাগুলি লেখো। |
(ক) ভারতের আকাশপথে পরিবহণের সংখ্যা উন্নত দেশগুলির তুলনায় অনেক কম।
(খ) ভারতে প্রয়োজনের তুলনায় বিমান উড়ানের সংখ্যাও কম।
(গ) ভারতে বিমানের জ্বালানি তেলের দাম অত্যন্ত বেশি। ফলে, বিমান পরিবহণ ব্যয়বহুল।
(ঘ) উন্নত দেশগুলির তুলনায় ভারতে অতি আধুনিক বিমানপোতের সংখ্যা কম।
(ঙ) বিমানবন্দরগুলিতে আধুনিক যন্ত্রপাতির অভাব বিমান ওঠানামায় অসুবিধা সৃষ্টি করে।
(চ) আন্তর্জাতিক বিমানপথে বিদেশি বিমান কোম্পানির সঙ্গে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়।