ভারতের অধিকাংশ পূর্ব বাহিনী নদীর মোহনায় বদ্বীপ দেখা যায় কেন – আজকের পর্বে ভারতের অধিকাংশ পূর্ব বাহিনী নদীর মোহনায় বদ্বীপ দেখা যায় কেন তা আলোচনা করা হল।
ভারতের অধিকাংশ পূর্ব বাহিনী নদীর মোহনায় বদ্বীপ দেখা যায় কেন
ভারতের অধিকাংশ পূর্ব বাহিনী নদীর বদ্বীপ দেখা যায় কেন |
ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদী। যেমন- মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি পূর্ববাহিনী নদীগুলির মোহানায় বদ্বীপ গড়ে ওঠার কারণগুলি হল –
দীর্ঘ নদীপথ
নদীগুলির দৈর্ঘ্য বেশি হওয়ায় নদীতে পলি-বালির পরিমাণ বেশি হয়।
অধিক সংখ্যক উপনদী
পূর্ববাহিনী নদীগুলির উপনদীর সংখ্যা অধিক হওয়ায় মূল নদী ও উপনদীর মিলিত ক্ষয়জাত পদার্থের পরিমাণ অনেক বেশি হয়।
নিম্নপ্রবাহে মৃদু ঢাল
নদীগুলির নিম্নপ্রবাহের ঢাল মৃদু হওয়ায় জলের গতি কম হয়। ফলে, মোহানায় সহজেই পলি সঞ্চয় হতে পারে।
অগভীর মহীসোপান
নদীগুলি পূর্ববাহিনী হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই সাগরের মহীসোপান অগভীর হওয়ায় নদীগুলির মোহানায় পলি সঞ্চয়ের আদর্শ পরিবেশ রয়েছে।
সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গের প্রভাব
নদীগুলির মোহানায় সমুদ্রস্রোতের প্রকোপ অনেক কম হওয়ায় পলিরাশি সঞ্চিত হওয়ার সুযোগ পায়। পূর্ববাহিনী নদীগুলির মোহানা অঞ্চলের উপকূলের সমুদ্রতরঙ্গগুলির মধ্যে সঞ্চয়ধর্মী প্রবণতা লক্ষ করা গেছে। যে কারণে ভারতের পূর্ববাহিনী নদীগুলির মোহানায় বদ্বীপ গড়ে উঠেছে।
পলিগঠিত নদীখাত
পূর্ববাহিনী নদীগুলির নিম্নপ্রবাহের নদীখাত নরম পলি দ্বারা গঠিত বলে নদীতে পলি সঞ্চয়ের পরিমাণ অনেক বেশি।
ক্ষয়কার্যজনিত পদার্থ
নদীগুলিতে ক্ষয়কার্যজনিত পদার্থের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি ফলে নদীগুলির মোহানায় বদ্বীপ গঠনের জন্য নুড়ি, কাঁকর, পলি, বালি, কাদার অভাব হয় না।