ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রে কী বলা হয়েছিল? |
মূল সংবিধান রচনার আগে ফরাসি সংবিধান সভা ২৬ আগস্ট ১৭৮৯ খ্রিস্টাব্দে ‘ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র’ নামে একটি ঐতিহাসিক দলিল প্রকাশ কর।।
ঘোষণাপত্রের ভিত্তি
ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রটি ‘আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র’ রুশো ও লকের দার্শনিক মতবাদ এবং ইংল্যান্ডের ‘বিল অব রাইটস’-প্রভৃতির ওপর ভিত্তি করে রচিত হয়েছিল।
ঘোষণাপত্রের মূলকথা
(i) মানুষ স্বাধীনতা নিয়েই জন্মগ্রহণ করে। সুতরাং স্বাধীনভাবে বাঁচা মানুষের একটি জন্মগত অধিকার।
সীমাবদ্ধতা
ঘোষণাপত্রটিতে কিছু সীমাবদ্ধতা লক্ষ করা যায়। যেমন-এত সম্পত্তির অধিকার যথাযথ নিরুপিত হয়নি। এই ঘোষণাপত্রে অর্থনৈতিক স্বাধীনতার উল্লেখ ছিল না। মানবাধিকারের কথা বলা হলেও নাগরিক কর্তব্যের কথা উল্লেখ ছিল না।
গুরুত্ব
কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি থাকলেও এই ঘোষণাপত্রের গুরুত্ব ছিল অপরিসীম। এই ঘোষণাপত্রটি ছিল মুক্তপন্থী গণতন্ত্রের মৌলিক নীতির সব থেকে স্পষ্ট বিবৃতি। লেফেভরের মতে, এই ঘোষণাপত্রের মর্ম ইউরোপের সর্বত্র এক নবযুগের সূচনা করে। জন্মগত অধিকারের স্বীকৃতি এই ঘোষণাপত্রকে অসামান্যতা দিয়েছে। ঐতিহাসিক ওলার্ড (Aulard) এই ঘোষণাপত্রটিকে যথার্থই ‘পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা’ (The declaration was a death certificate of the old Region) বলে অভিহিত করেছেন। এই ঘোষণপত্রটির মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের অভাবনীয় জয়যাত্রা শুরু হয়েছে।