বায়ু কী কী প্রক্রিয়ায় বহনকাজ করে? |
বায়ুর বহনকার্যের প্রক্রিয়াসমূহ
মরু অঞ্চলে প্রবল গতিসম্পন্ন বায়ু তার প্রবাহের সঙ্গে বালিরাশি একস্থান থেকে অন্যস্থানে বহন (Transportation) করে নিয়ে যায়। বায়ুর গতিবেগ, বালিকণার আকার ও ভারের ওপর বায়ুর বহনকাজ নির্ভর করে। এই প্রক্রিয়া নিম্নরূপ তিনটি প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়।
ভাসমান (Suspension) প্রক্রিয়া
মরু অঞ্চলে প্রবল বায়ুপ্রবাহের সঙ্গে অতিসূক্ষ্ম (0.05 মিমি-এর কম ব্যাসযুক্ত) বালিকণাসমূহ ভাসতে ভাসতে স্থানান্তরিত হয়, একে ভাসমান প্রক্রিয়া বলে।
লম্ফদান (Saltation) প্রক্রিয়া
‘Saltation’ শব্দটি ল্যাটিন শব্দ ‘Saltare’ থেকে এসেছে। এর অর্থ ‘লাফ দেওয়া’ (to leap)। মরু অঞ্চলে মাঝারি আকৃতির (0.05 – 2 মিমি ব্যাসযুক্ত) বালিকণাগুলি প্রবল বায়ুপ্রবাহের টানে ভূমি থেকে কিছুটা উপরে উঠে আবার মাটিতে পড়ে ঠোক্কর খায়। এই ঠোক্কর খাওয়ার পর আবার কিছুটা লাফিয়ে ওঠে এবং পুনরায় মাটিতে পড়ে ঠোক্কর খায়। এইভাবে বালির স্থানান্তর ঘটে। একে লম্ফদান প্রক্রিয়া বলে।
গড়ান (Surface Creep) প্রক্রিয়া
বৃহৎ আকারের (2 মিমি-এর বেশি ব্যাসযুক্ত) বালিকণাগুলিকে বায়ু উপরে তুলতে পারে না। এইসকল বালিকণা বা নুড়ি, কাঁকর বায়ুপ্রবাহের প্রবল টানে বা ধাক্কায় ভূপৃষ্ঠের ওপর দিয়ে গড়িয়ে গড়িয়ে অগ্রসর হয়, একে গড়ান প্রক্রিয়া বলে।