বায়ুশক্তি কী? বায়ুশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো

বায়ুশক্তি কী? বায়ুশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো
বায়ুশক্তি কী? বায়ুশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।

বায়ুশক্তি

বাতাসের গতিবেগকে কাজে লাগিয়ে হাওয়া কলের (wind mill) মাধ্যমে যে শক্তি উৎপাদন করা হয় তাকে বায়ুশক্তি (wind energy) বলে। বায়ুশক্তি একটি অচিরাচরিত শক্তি। এটি পূরণশীল ও প্রবহমান সম্পদ। ভূপৃষ্ঠ থেকে 100 মিটারের মধ্যে বায়ুশক্তির পরিমাণ সবচেয়ে বেশি।

বায়ুশক্তি ব্যবহারের সুবিধা

পরিবেশমিত্রতা

বায়ুশক্তি উৎপাদনে পরিবেশদূষণের ভয় থাকে না।

অফুরন্ত

বায়ুশক্তি অফুরন্ত ও প্রবহমান হওয়ায় ব্যবহারের ফলে শেষ হয়ে যাওয়ার ভয় নেই।

সহজলভ্য প্রযুক্তি

বায়ুশক্তি সহজ প্রযুক্তিতে উৎপাদন করা যায়।

কম ব্যয়সাপেক্ষ

সহজে বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র গড়ে তোলা যায় এবং এর যন্ত্রপাতি মেরামতির ব্যয় কম।

একাধিক কাজ সম্পাদন

বায়ুশক্তিকে ব্যবহার করে জল তোলা, গম ভাঙা প্রভৃতি কাজ করা যায়।

বায়ুশক্তি ব্যবহারে অসুবিধা

শব্দদূষণ

বায়ুশক্তি উৎপাদনের সময় যে উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ নির্গত হয় তা শব্দদূষণ ঘটায়।

বায়ুনির্ভরতা

বায়ুপ্রবাহের গতিবেগ ও দিক পরিবর্তনের ফলে বায়ুশক্তির উৎপাদনে বিঘ্ন ঘটে।

কম উৎপাদন ক্ষমতা

বায়ু থেকে উৎপাদিত বিদ্যুৎশক্তির পরিমাণ কম হয়।

আঞ্চলিকতা

উপকূল, মরুভূমি এবং পার্বত্য অঞ্চল বায়ুশক্তি উৎপাদনের জন্য আদর্শ। তাই এইসব অঞ্চল ছাড়া অন্যান্য যে-কোনো স্থানে উৎপাদন কেন্দ্র গড়ে তোলা অসুবিধাজনক।

প্রচলন

বায়ুশক্তি এখনও বহুলভাবে প্রচলিত হয়নি।

Leave a Comment