ফ্রান্সে শিল্পবিপ্লব ধীরগতিতে ঘটেছিল কেন? অথবা, ফ্রান্সে শিল্পায়নের পথে প্রধান বাধাগুলি কী ছিল? |
ফ্রান্সে শিল্পায়নের পথে প্রধান প্রতিবন্ধকতাসমূহ
ফ্রান্সে শিল্পবিপ্লব ইংল্যান্ডের মতো দ্রুত গতিতে ঘটেনি। ইংল্যান্ডে শিল্পবিপ্লব ঘটার বেশ কিছুদিন পরে ফ্রান্সে শিল্পের বিকাশ শুরু হয়। ফ্রান্সে শিল্পবিপ্লব ধীরগতিতে ঘটার পিছনে বিভিন্ন প্রতিবন্ধকতা দায়ী ছিল। যেমন-
রাজনৈতিক অস্থিরতা
ফ্রান্সে ধীরগতিতে শিল্পবিপ্লব ঘটার অন্যতম কারণ ছিল রাজনৈতিক অস্থিরতা। আর এই অস্থিরতার জন্য ফ্রান্সের বিপ্লবকালীন রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করা যায়। এর ফলে ফ্রান্সে শিল্প বিপ্লবকালীন রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করা যায়। এর ফলে ফ্রান্সে শিল্প উৎপাদনের উপযুক্ত পরিবেশ, সময় এবং সুযোগ আসতে বিলম্ব হয়।
শিল্প-সহায়ক উপাদানের অভাব
সুলভ শ্রমিক, কাঁচামালের জোগান, পণ্য বিক্রির বাজার, পরিবহণ ব্যবস্থা ইত্যাদি শিল্পের প্রয়োজনীয় উপাদানগুলির ফ্রান্সে যথেষ্ট অভাব ছিল। ফলে সেখানে শিল্পায়নের ক্ষেত্রে ধীরগতি লক্ষ করা যায়।
পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে তারতম্য
ইংল্যান্ডের শিল্পবিপ্লব মূলত বেসরকারি উদ্যোগে পরিচালিত হওয়ার ফলে তার গতি ছিল দ্রুত। এ ছাড়া ইংল্যান্ড সরকারের শিল্পপতিদের অনুকূলে আইন প্রণয়ন ও সংশোধন – এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছিল। ফ্রান্সে সরকারি উদ্যোগে শিল্পায়ন হলেও তা ইংল্যান্ডের তুলনায় ছিল নগণ্য।
সামন্ততান্ত্রিক প্রবণতা
ফ্রান্সের জমিদার ও অভিজাতশ্রেণি শিল্পের কাজকে ঘৃণার চোখে দেখত। তারা জমি ও কৃষি থেকে উপার্জন করতেই বেশি আগ্রহী ছিল।
উন্নত পরিসেবার অভাব
ইংল্যান্ডের মতো ফ্রান্সে প্রচুর মূলধন, যন্ত্রপাতি এবং কয়লার প্রাচুর্য ছিল না। ফলে এই সমস্যাগুলি সেই দেশের শিল্পবিপ্লবকে বিলম্বিত করে দেয়।