ফ্রান্সে নেপোলিয়নের সাফল্যের কারণ কী ছিল

ফ্রান্সে নেপোলিয়নের সাফল্যের কারণ কী ছিল
ফ্রান্সে নেপোলিয়নের সাফল্যের কারণ কী ছিল?
ফরাসি বিপ্লব যখন এক শোচনীয় বিপর্যয়ের সামনে এসে দাঁড়িয়েছিল সেই সময় নেপোলিয়ন ফ্রান্সকে আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করেন এবং ফরাসি জাতির ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন। একজন সাধারণ সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করে ক্ষমতার শীর্ষে উত্তরণ সত্যি বিস্ময়কর এবং রোমাঞ্চকর।
সাফল্যের কারণ

ফ্রান্সে নেপোলিয়নের নেপোলিয়নের সাফল্যের কারণ

আকস্মিক বা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এর পেছনে নানা কারণ ছিল:

বিপ্লবজনিত হতাশা

ফরাসি বিপ্লবের ফলে ফরাসিবাসীর মনে যে আশা জাগ্রত হয়েছিল অল্পদিনের মধ্যেই সেই আশা নিরাশায় পরিণত হয়। বিপ্লবের দশ বছরের মধ্যে ফ্রান্সে সুস্থিরতা আসেনি। সন্ত্রাসের শাসনের বাড়াবাড়ি বিপ্লবের প্রতি জনগণের মোহভঙ্গ ঘটায়। এইরূপ পরিস্থিতিতে নেপোলিয়ন দেশকে নৈরাজ্য থেকে রক্ষা করতে এগিয়ে আসেন।

ডাইরেক্টরি শাসনের অসারতা

বিপ্লবী ফ্রান্সে একেবারে অদক্ষ ও অযোগ্য শাসন ব্যবস্থা ছিল ডাইরেক্টরি শাসন। এই শাসন ফ্রান্সের সমস্যার সমাধান করতে পারেনি। ডাইরেক্টরির দুর্নীতি ও অপশাসনে ফরাসিবাসী ক্লান্ত হয়ে পড়েছিল। এইরূপ পরিস্থিতিতে লোকে ভাবতে থাকে যে, নেপোলিয়নের মতো সেনাপতির শক্ত শাসনে ফ্রান্সের জনজীবনে আইনের শাসন, সম্পত্তি নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরে আসবে।

নেপোলিয়নের মধ্যপন্থা শাসন

তিনি ফ্রান্সে মধ্যপন্থানীতি ও দৃঢ় শাসন কায়েম করে ফরাসিবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছিলেন যা ডাইরেক্টরি শাসন দিতে পারেনি। তাঁর আমলে কনসুলেট শাসনের নীতি ছিল ‘কর্তৃত্ব উপর তলার আর আস্থা নীচু তলার’। (Authority from above confidence from below)

বিপ্লবের প্রতি শ্রদ্ধা

বিপ্লবের আদর্শের প্রতি শ্রদ্ধা ও বিভিন্ন বিপ্লবী সংস্কার প্রবর্তন (যা বিপ্লবকালে সম্ভব হয়নি) প্রভৃতি কারণে ফরাসিবাসী নেপোলিয়নের প্রতি আকৃষ্ট হয় এবং তাঁকে ত্রাণকর্তা হিসেবে মেনে নেয়।

ব্যক্তিগত দক্ষতা

নেপোলিয়নের ব্যক্তিগত দক্ষতা ছিল প্রবল। তাই তিনি সমসাময়িক পরিস্থিতির সঠিক মূল্যায়ন করতে পেরেছিলেন এবং ঠিক সময়ে ঠিক পদক্ষেপ নিয়েছিলেন।

ব্যক্তিগত গুণাবলী

নেপোলিয়নের অসাধারণ ব্যক্তিত্ব, রাজনৈতিক দূরদর্শিতা ও সামরিক প্রতিভা তাঁকে ফ্রান্সের যোগ্যতম নেতাতে পরিণত করেছিল। তাই অনায়াসেই তিনি ফরাসিবাসীর আস্থা অর্জন করতে পেরেছিলেন।

সামরিক গৌরব

নেপোলিয়নের সামরিক গৌরব, ইতালির বিরুদ্ধে অসাধারণ সাফল্য তাঁর জনপ্রিয়তাকে সীমাহীন করে তোলে। ফরাসিবাসী নেপোলিয়নের স্বৈরতন্ত্রকে তাদের প্রিয় গণতন্ত্র অপেক্ষাও সাময়িকভাবে বরণীয় মনে করে।

সুযোগ সন্ধানী

ডেভিড থমসন বলেছেন, নেপোলিয়ন নামক এই সৈনিক ছিলেন একজন চরম সুযোগ সন্ধানী মানুষ (Suprime Opportunist) যাঁর ক্ষমতার লোভ ছিল প্রবল এবং তৎকালীন ইউরোপীয় পরিস্থিতিকে তিনি তীক্ষ্ম দৃষ্টিতে বিশ্লেষণ করে তাকে ঠিকমতো ব্যবহার করতে পেরেছিলেন।

এভাবে ফরাসি বিপ্লবকে পাথেয় করে প্রতিভা ও সৌভাগ্যের সংমিশ্রণে সামান্য এক সৈনিক থেকে ফ্রান্সের ভাগ্য বিধাতায় পরিণত হলেন নেপোলিয়ন বোনাপার্ট। তিনি নিজেই বলেছেন, ‘ফ্রান্সের রাজমুকুট ভূলুণ্ঠিত ছিল এবং আমি তা তরবারির সাহায্যে তুলে নিয়েছি” (I found the Crown of France lying on the ground and I picked it up with my sword)|

Leave a Comment