ফ্রান্সে জুলাই বিপ্লবের কয়েকটি প্রভাব লেখো

ফ্রান্সে জুলাই বিপ্লবের কয়েকটি প্রভাব লেখো
ফ্রান্সে জুলাই বিপ্লবের কয়েকটি প্রভাব লেখো।

১৮৩০ খ্রিস্টাব্দের জুলাই মাসে অনুষ্ঠিত জুলাই বিপ্লব ফ্রান্সের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল।

ফ্রান্সে জুলাই বিপ্লবের প্রভাব

রাজবংশের পরিবর্তন

জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের ঐতিহ্যশালী বুরবোঁ রাজবংশের পতন হয় এবং অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপের নেতৃত্বে নতুন রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়। এর ফলে ফ্রান্সের সিংহাসনে রাজবংশের পরিবর্তন হয়।

জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা

জুলাই বিপ্লবের ফলে ফরাসি রাজাদের ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা ভ্রান্ত প্রমাণিত হয় এবং জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়।

ভোটাধিকার বৃদ্ধি

জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে ভোটাধিকার নীতির পরিবর্তন ঘটে। বাৎসরিক ২০০ ফ্রাঁ কর প্রদানকারী ২৫ বছর বয়স্ক সমস্ত নাগরিকের ভোটাধিকার স্বীকৃত হয়।

উচ্চ বুর্জোয়াদের প্রাধান্য প্রতিষ্ঠা

জুলাই বিপ্লবের ফলে ধর্মযাজক, অভিজাত প্রমুখের ক্ষমতা বিলুপ্ত হয় এবং উচ্চ বুর্জোয়াদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়।

শাসনতান্ত্রিক পরিবর্তন

জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের অভ্যন্তরীণ শাসনক্ষেত্রে পরিবর্তন লক্ষ করা যায়। আইন প্রণয়নের ক্ষমতা রাজার পরিবর্তে প্রতিনিধিসভার উপর অর্পিত হয়। শাসনক্ষেত্রে ধর্মযাজক ও ক্যাথলিক ধর্মের প্রাধান্য বিলুপ্ত করা হয়।

উপরোক্ত বিষয়গুলি ছাড়াও জুলাই বিপ্লবের ফলে ভিয়েনা কংগ্রেস প্রবর্তিত ন্যায্য অধিকার নীতি অস্বীকৃত হয়। এ ছাড়া ফ্রান্সের জাতীয় পতাকার পরিবর্তন, অর্থনীতির পুনরুজ্জীবন, গণতান্ত্রিক অধিকারের প্রতিষ্ঠা হয়েছিল।

Leave a Comment