ফরাসি বিপ্লবে গুজবের প্রভাব কী ছিল

ফরাসি বিপ্লবে গুজবের প্রভাব কী ছিল
ফরাসি বিপ্লবে গুজবের প্রভাব কী ছিল?

গুজব সত্যি না হলেও মানুষের মনে ও কর্মে এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। ফরাসি বিপ্লবের সময় এমন কতকগুলো গুজব রটেছিল যা ফরাসি বিপ্লবের গতিপথকে নানাভাবে প্রভাবিত করেছিল।

এখানে সেরকম কয়েকটি গুজবের কথা আলোকপাত করা হচ্ছে যেগুলি ফরাসি বিপ্লবে ঘৃতাহুতির কাজ করেছিল।

গুজব ১

২০ জুন, ১৭৮৯ খ্রিস্টাব্দে গুজব রটে যায় যে, রাজা ষোড়শ লুই তৃতীয় শ্রেণির প্রতিনিধিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। যদিও রাজা তা করেননি। কিন্তু তৃতীয় শ্রেণির প্রতিনিধিরা ‘টেনিস কোর্টের শপথ’ নিয়ে বিপ্লবকে ত্বরান্বিত করেছিল।

গুজব ২

খাদ্যের দাবিতে যখন প্যারিস উত্তাল হয়ে উঠেছিল সেসময় গুজব রটে যায় যে, রাজা ‘জাতীয় সভা’ ভাঙার জন্য সৈন্য মজুত করছেন। এই ঘটনা না ঘটলেও ক্ষুব্ধ ও উত্তেজিত জনতা ১৪ জুলাই বাস্তিল দুর্গের ধ্বংস সাধন করেছিল।

গুজব ৩

বাস্তিল দুর্গের পতনের পরবর্তী সময় যখন ফ্রান্সে কৃষকরা বিদ্রোহের পথে অগ্রসর হচ্ছিল, সেসময় গুজব রেটে যায় যে, গ্রামের কৃষকদের শায়েস্তা করার জন্য অভিজাত ভাড়াটে সেনা আসছে। গুজবটি মিথ্যা হলেও কৃষকেরা তাদের বিদ্রোহের গতি বৃদ্ধি করে। যার ফলশ্রুতিতে ৪ আগস্ট অভিজাতরা স্বেচ্ছায় তাদের সামন্ততান্ত্রিক সুযোগসুবিধা ত্যাগ করতে বাধ্য হয়।

গুজব ৪

সেপ্টেম্বর হত্যাকাণ্ড ঘটার আগে গুজব রটে যায় যে, বিদেশি সেনাদল প্যারিসে প্রবেশ করছে। তারা প্যারিস থেকে আর মাত্র ২০০ মাইল দূরে রয়েছে। প্রচার হয় এই সেনারা প্যারিসে এসে বন্দি অভিজাতদের মুক্ত করবে এবং বিপ্লবীদের শাস্তি দেবে। এই গুজবে প্রভাবিত হয়ে উত্তেজিত জাতি ‘সেপ্টেম্বর হত্যাকাণ্ড’ (২-৫ সেপ্টেম্বর ১৭৯১ খ্রি.)।

এভাবে দেখা যায় যে, গুজব কোনো না কোনোভাবে বিপ্লবকে ত্বরান্বিত করেছে। জনচেতনা বৃদ্ধি করেছে এবং ফরাসি বিপ্লবের গতিধারাকে প্রভাবিত করেছে।

Leave a Comment