প্রথম বিশ্বযুদ্ধের জন্য ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কত দূর দায়ী ছিল

প্রথম বিশ্বযুদ্ধের জন্য ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কত দূর দায়ী ছিল
প্রথম বিশ্বযুদ্ধের জন্য ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কত দূর দায়ী ছিল?
১৯১৪ খ্রিস্টাব্দে যে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল তার অন্যতম প্রধান কারণ ছিল- ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা।

দায়িত্ব

ক্ষমতা প্রতিষ্ঠার জন্য উপনিবেশ প্রতিষ্ঠা

প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপীয় রাষ্ট্রগুলির এই ধারণা বদ্ধমূল হয়েছিল যে, কোনো রাষ্ট্রের ক্ষমতা ও গুরুত্বের মাপকাঠি হল তার সাম্রাজ্যের বিশালতা। তাই ইউরোপীয় বৃহৎ রাষ্ট্রগুলি উপনিবেশ বিস্তারের প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এবং এর পরিণামে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।

ঔপনিবেশিক বাজার দখলের লড়াই

ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি-সহ ইউরোপের দেশগুলি তাদের উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য উপনিবেশ দখলে রাখতে সচেষ্ট হয়। কারণ- তখন উপনিবেশগুলি ছিল তাদের উৎপাদিত সামগ্রী বিক্রির লাভজনক বাজার।

কাঁচামাল সংগ্রহের জন্য উপনিবেশ প্রতিষ্ঠা

ইউরোপীয় রাষ্ট্রগুলি তাদের শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ও খনিজ সম্পদ সংগ্রহের লক্ষ্যে এশিয়া ও আফ্রিকায় কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল।

প্রতিষ্ঠিত ও নতুন রাষ্ট্রের উপনিবেশ দখলের চেষ্টা

উনিশ শতকে জার্মানি যখন সাম্রাজ্যবিস্তারে অবতীর্ণ হল তখন তারা লক্ষ করে যে, ইংরেজ ও ফরাসিরা এশিয়া ও আফ্রিকার দেশগুলি দখল করে রেখেছে। জার্মানি সাম্রাজ্যবিস্তারের জন্য আত্মনিয়োগ করলে ইংল্যান্ড ও ফ্রান্সের নেতৃত্বে প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির মধ্যে জোট গড়ে ওঠে। উপনিবেশ প্রতিষ্ঠার জন্য এই পরস্পরবিরোধী জোটই প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল।

পরিশেষে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়াকে নিয়ে গঠিত ত্রিশক্তি আঁতাত ও অপরদিকে জার্মানি, অস্ট্রিয়া ও ইটালিকে নিয়ে গঠিত ত্রিশক্তি মৈত্রী ১৯১৪ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে অবতীর্ণ হয়।

Leave a Comment