“প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগল।” –কাৰ অবস্থার, কীভাবে উন্নতি হতে লাগল

 

"প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগল।” –কাৰ অবস্থার, কীভাবে উন্নতি হতে লাগল
“প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগল।” –কাৰ অবস্থার, কীভাবে উন্নতি হতে লাগল?

লিও তলস্তয়ের লেখা ইলিয়াস’ গল্পের ইলিয়াসের অবস্থার উন্নতির কথা উদ্ধৃতাংশে উল্লেখ করা হয়েছে।

অবস্থার উন্নতির কারণ

ইলিয়াস তার বাবার কাছ থেকে সাতটি ঘোটকী, দুটি গোরু এবং কুড়িটি ভেড়া পেয়েছিল। এরপর সে নিজের একাগ্রতা ও পরিশ্রমের দ্বারা সেই সম্পত্তি বাড়াতে সক্ষম হয়েছিল। এই কাজে তার স্ত্রীও তাকে যথাসম্ভব সহযোগিতা করেছিল। এভাবে ইলিয়াস নিজের প্রচেষ্টায় দুশো ঘোড়া, দেড়শো গোরু-মোষ আর বারোশো ভেড়ার মালিক হয়েছিল। ভাড়াটে মজুর ও মজুরানিদের সহায়তায় ইলিয়াস তার ব্যাবসা চালাত।

Leave a Comment