প্রতিপাদ স্থান বলতে কী বোঝ

প্রতিপাদ স্থান বলতে কী বোঝ

প্রতিপাদ স্থান বলতে কী বোঝ
প্রতিপাদ স্থান বলতে কী বোঝ?

ভূগোলকের যে-কোনো বিন্দু থেকে কোনো কল্পিত ব্যাস পৃথিবীর কেন্দ্র ভেদ করে ভূগোলকের বিপরীত দিকের যে বিন্দুতে স্পর্শ করে, সেই বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান বলে।

বৈশিষ্ট্য

[i] কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় 12 ঘণ্টা।
[ii] কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয় 180° |
[iii] অক্ষাংশের মান একই হলেও কোনো স্থানের প্রতিপাদ স্থান তার বিপরীত গোলার্ধে অবস্থিত হয়।

Leave a Comment