প্রতিপাদ স্থানের তিনটি বৈশিষ্ট্য লেখো। |
প্রতিপাদ স্থান হল ভূপৃষ্ঠের কোনো স্থানের ঠিক বিপরীতে অবস্থিত একটি স্থান।
① অক্ষাংশগতভাবে কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের অক্ষাংশের মানের পরিবর্তন হয় না। তবে গোলার্ধের পরিবর্তন হয়।
② দ্রাঘিমাগত দিক থেকে কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের পার্থক্য হয় 180° এবং পরস্পর বিপরীত গোলার্ধে অবস্থান করে।
③ কোনো স্থান নিরক্ষরেখায় অবস্থিত হলে তার প্রতিপাদ স্থানও নিরক্ষরেখায় অবস্থিত হবে এবং 180° দ্রাঘিমার কোনো স্থানের প্রতিপাদ স্থান ০° দ্রাঘিমায় অবস্থিত হবে। এই দুইক্ষেত্রে যথাক্রমে অক্ষাংশ এবং দ্রাঘিমার পরিবর্তন হবে না।