পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন?

পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন
পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন?

পৃথিবী 23 ঘণ্টা 56 মিনিট 4 সেকেন্ডে নিজ অক্ষের ওপর একবার আবর্তন করে। পৃথিবীর বিভিন্ন অক্ষরেখায় পরিধি বিভিন্ন হওয়ার কারণে বিভিন্ন অক্ষরেখার আবর্তন বেগের তারতম্য হয়। নিরক্ষরেখা বরাবার পৃথিবীর পরিধি সবচেয়ে বড়ো, তাই নিরক্ষরেখা বরাবর পৃথিবীর আবর্তন বেগও সর্বাধিক। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ ঘণ্টায় 1675 কিমি। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যত যাওয়া যায় ততই পৃথিবীর পরিধি ক্রমশ ছোটো হতে হতে মেরুতে শূন্য হয়। তাই নিরক্ষরেখা থেকে মেরুর দিকে পৃথিবীর আবর্তন বেগও কমে যায়।

Leave a Comment