পূর্ব ভারতে তাপবিদ্যুৎ একদেশীভবনের কারণগুলি লেখো। |
পূর্ব ভারতে তাপবিদ্যুৎ শক্তিকেন্দ্রগুলির একদেশীভবনের কারণ
বিভিন্ন সহায়ক কারণের জন্য পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির অধিক কেন্দ্রীভবন বা একদেশীভবন ঘটেছে। যেমন-
কয়লার সহজলভ্যতা
[i] ভারতের পূর্বাঞ্চল দেশের সর্বাধিক কয়লাসমৃদ্ধ এলাকা। [ii] পশ্চিমবঙ্গের আসানসোল-রানিগঞ্জ, ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো, করণপুরা, গিরিডি; ওডিশার তালচের, রামপুর প্রভৃতি স্থান কয়লা উৎপাদনের জন্য বিখ্যাত।
বিদ্যুতের ব্যাপক চাহিদা
পশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা ও ঝাড়খণ্ড-পূর্ব ভারতের চারটি রাজ্যই অত্যন্ত জনবহুল। এ ছাড়া, এই অঞ্চলে একাধিক শিল্পাঞ্চল, যেমন-পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চল, আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল, ঝাড়খণ্ডের জামশেদপুর-ঘাটশিলা শিল্পাঞ্চল, সিন্ধ্রি-বোকারো-ধানবাদ শিল্পাঞ্চল ও মুরি-হাতিয়া শিল্পাঞ্চল, ওডিশার রৌরকেলা শিল্পাঞ্চল অবস্থিত। এর ফলে এই শিল্পাঞ্চলগুলিতে বিদ্যুতের ব্যাপক চাহিদা রয়েছে।
অন্যান্য শক্তি সম্পদের অভাব
[i] পূর্ব ভারতের রাজ্যগুলিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় না। [ii] পর্যাপ্ত পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী খরস্রোতা নদীও এখানে বিশেষ নেই। ফলে কয়লানির্ভর তাপবিদ্যুৎ উৎপাদনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।
ঐতিহাসিক কারণ
ইংরেজ শাসনের সময় গড়ে ওঠা ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন নামে বিদ্যুৎ সংস্থার দ্বারা উৎপাদিত বিদ্যুতের শতকরা 100 ভাগই হল তাপবিদ্যুৎ। এই সংস্থার অধীন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে আছে মূলাজোড়া, কাশীপুর, মেটিয়াবুরুজ, দিশেরগড়, টিটাগড়, বজবজ প্রভৃতি কেন্দ্র। এইসব কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎশক্তি কলকাতা ও তার পার্শ্ববর্তী স্থানের শিল্পাঞ্চলের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎশক্তির চাহিদা মেটায়।
অন্যান্য সুবিধা
[i] এই অঞ্চলে NH-2, 6, 23, 31, 33 প্রভৃতি জাতীয় সড়কপথ এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলপথের মাধ্যমে গড়ে ওঠা উন্নত পরিবহণ ব্যবস্থা, [ii] তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় দক্ষ প্রযুক্তিবিদ ও সুলভ শ্রমিক পাওয়ার সুবিধা এবং [iii] শিল্পোন্নয়নের জন্য সরকারি উদ্যোগ প্রভৃতিও এখানে তাপবিদ্যুৎ কেন্দ্রের একদেশীভবনের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।